নজর কাড়লেন নতুন বিদেশি, রক্ষণের ভুলে এফসি গোয়ার বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

Published : Jan 20, 2025, 12:10 AM ISTUpdated : Jan 20, 2025, 12:18 AM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

এবারের আইএসএল-এও সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারছে না ইস্টবেঙ্গল। সদস্য-সমর্থকরা দেওয়াল লিখন পড়ে নিয়েছেন। কেউই এই দল নিয়ে আশা দেখছেন না।

মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের পর এফসি গোয়া। রক্ষণের ভুলে, বলা ভালো জর্ডনের জাতীয় দলের ডিফেন্ডার হিজাজি মাহেরের ভুলে আইএসএল-এ ফের হেরে গেল ইস্টবেঙ্গল। চোট-আঘাতে বিধ্বস্ত দল যে এই ম্যাচ জিতবে, সেই আশা করেনি লাল-হলুদ শিবির। ভাঙা দল নিয়ে লড়াইয়ের আশা ছিল। প্রথমার্ধে না হলেও, দ্বিতীয়ার্ধে সাধ্যমতো লড়াই করল ইস্টবেঙ্গল। কিন্তু গোল করতে পারলেন না দিমিত্রিওস দিয়ামান্তাকস, ক্লেইটন সিলভারা। ১৩ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় থাকা ব্রাইসন ফার্নান্ডেজ মাপা হেডে জালে বল জড়িয়ে দেন। এই গোলেই জয় পেল এফসি গোয়া। অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারল না ইস্টবেঙ্গল। একাধিকবার এফসি গোয়ার আক্রমণ পোস্টে প্রতিহত হয়। না হলে বড় ব্যবধানে হারতে হত ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে লাল কার্ড দেখেন আর্মান্দো সাদিকু। ফলে শেষ কয়েক মিনিট ১০ জনে খেলে গোয়া। তা সত্ত্বেও সমতা ফেরাতে পারল না ইস্টবেঙ্গল।

নজর কাড়লেন রিচার্ড সেলিস

চোটের জন্য রবিবার ইস্টবেঙ্গল দলে ছিলেন না আনোয়ার আলি। খারাপ পারফরম্যান্সের জন্য স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে রক্ষণ সামলাতে গিয়ে সমস্যায় পড়েন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। দীর্ঘদিন পর সেন্টার ব্যাক হিসেবে খেলেন লালচুংনুঙ্গা। তাঁর পাশে ছিলেন হিজাজি। লেফট ব্যাক হিসেবে খেলেন নিশু কুমার। উইঙ্গার নন্দকুমার শেখরকে রাইট ব্যাক হিসেবে খেলানো হয়। প্রথমার্ধের শুরুতেই গোল হজম করার পর ইস্টবেঙ্গলের উপর চাপ বেড়ে যায়। দ্বিতীয়ার্ধে অবশ্য লাল-হলুদ ব্রিগেডের লড়াই দেখা যায়। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন ভেনেজুয়েলার জাতীয় দলের স্ট্রাইকার রিচার্ড সেলিস। তিনি লেফট উইং পজিশন থেকে বেশ কয়েকবার বিপজ্জনক আক্রমণ গড়ে তোলেন। তাঁর ড্রিবল, টাচ, পাস নজর কেড়ে নেয়। গোলের সুযোগ নষ্ট করেন রিচার্ড। ম্যাচের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন লাল-হলুদের নতুন বিদেশি। তাঁর চোট গুরুতর কি না এখনই বলা যাচ্ছে না।

১১ নম্বরেই ইস্টবেঙ্গল

এফসি গোয়ার কাছে হারের পর ১৬ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১১ নম্বরেই থাকল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১৬ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল এফসি গোয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের রেফারিং-বিতর্ক, ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

রক্ষণের কঙ্কালসার দশা, দুরন্ত প্রত্যাবর্তনের পরেও মুম্বইয়ের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

রেফারি ও মনোজ মহম্মদের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল, হল না আইএসএল-এ প্রথমবার জয়ের হ্যাটট্রিক

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?