Pritam Kotal: মোহনবাগানের প্রীতম কেরালা হয়ে এবার কোন ক্লাবে? বঙ্গ তনয়ের নতুন ঠিকানা

নিজেদের রক্ষণভাগ বেশ অনেকটাই শক্তিশালী করে নিল চেন্নাইয়ান এফসি।

গত দেড়বছর ধরে কেরালাতে ছিলেন এই বাঙালি ফুটবলার। তবে তার আগে খেলতেন মোহনবাগানে। বলা যেতে পারে, সবুজ মেরুনের প্রাণভোমরা ছিলেন তিনি। এবার সেই দলের বিরুদ্ধেই চেন্নাইয়ানের পরবর্তী ম্যাচ।

চেন্নাইয়ান দলটির সঙ্গে গত কয়েকদিন ধরে অনুশীলন করছেন প্রীতম। আর রবিবার তিনি সই করলেন। মোহনবাগানের হয়ে আইএসএল জেতা প্রীতম এবার সামলাবেন চেন্নাইয়ানের রক্ষণ। এবার সেই দলে সই করে তিনি জানালেন, “দারুণ লাগছে চেন্নাইয়ান পরিবারের অংশ হতে পেরে। এই দলের কোচও আমাকে চেয়েছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, কেন আমাকে চাওয়া হচ্ছে। তাই চেন্নাইয়ান প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে যাই। আগামী সবকোটি ম্যাচ জিতে প্লে-অফে তুলতে চাই দলকে।”

Latest Videos

এরপর মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে মঙ্গলবার। প্রতিপক্ষ চেন্নাই। আর সেই ম্যাচে খেলতে নামবেন প্রীতম। যে দলের রক্ষণ এক সময় সামলাতেন, সেই দলের বিরুদ্ধেই এখন রক্ষণ সামলানোর দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। কেরালার হয়ে এই মরশুমে ১৪টি ম্যাচ খেলেছেন প্রীতম। এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে কেরালা। অন্যদিকে, চেন্নাইয়ান রয়েছে দশম স্থানে। মোট ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়েছে তারা।

গত ২০১৫ সালে, ভারতীয় দলের হয়ে অভিষেক হয় প্রীতমের। সেই বছর এআইএফএফ তাঁকে সেরা ইমার্জিং ফুটবলারের পুরস্কারও দিয়েছিল। এই প্রসঙ্গে চেন্নাইয়ানের কোচ ওয়েন কোয়েল বলেন, “প্রীতমকে আমাদের ক্লাবে পেয়ে সত্যিই আমরা আপ্লুত। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে ম্যাচ খেলেছে ও। তাছাড়া দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ওর মধ্যে। আমার সঙ্গে প্রীতমের কথা হয়েছে। তরুণ ফুটবলারদের সাহায্য করতে চায় ও। আমরা বিশ্বাস করি, লিগের দ্বিতীয় পর্বে চেন্নাইয়ানকে যথেষ্ট সাহায্য করবে প্রীতম।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News