আইএসএল-এর (ISL) মঞ্চে লাগাতার হার। এবার সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ (AFC Champions League)।
তবে ফিরে আসার মরিয়া চেষ্টা করছে লাল হলুদ ব্রিগেড।
সব প্রতিযোগিতা মিলিয়ে, শেষ আটটি ম্যাচেই হার।
তবে শেষ ম্যাচে, দলের খেলায় কিছুটা উন্নতি (Development) চোখে পড়েছে।
এখনও পর্যন্ত, মাত্র কয়েকটি সেশনেই ফুটবলারদের ট্রেনিং করিয়েছেন তিনি।
আর সেই আশা-ভরসা নিয়েই ভূটান (Bhutan) উড়ে গেছে দল।
অস্কারের কথায়, “আমাদের দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের দ্রুত ফলাফল চাই।”
ভূটানের (Bhutan) পারো এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমেহ এসসি।
হারের খরা কাটিয়ে জয়ে ফেরাই মূল লক্ষ্য লাল হলুদের সামনে।
জিততে গেলে এই বিষয়গুলির দিকে নজর রাখতে হবে।
ফলে, এএফসি-র ম্যাচ সবদিক দিয়েই গুরুত্বপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।