110

বেজায় চাপে আছে গোটা দল (team)
তবে ফিরে আসার মরিয়া চেষ্টা করছে লাল হলুদ ব্রিগেড।
210
চলতি ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League 2024-25) প্রথম ৬টি ম্যাচেই হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)
সব প্রতিযোগিতা মিলিয়ে, শেষ আটটি ম্যাচেই হার।
310
লাল হলুদ ক্লাবের (Club) ইতিহাসে এমন লজ্জার নজির নেই!
তবে শেষ ম্যাচে, দলের খেলায় কিছুটা উন্নতি (Development) চোখে পড়েছে।
410
নেপথ্যে রয়েছেন নতুন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)
এখনও পর্যন্ত, মাত্র কয়েকটি সেশনেই ফুটবলারদের ট্রেনিং করিয়েছেন তিনি।
510
আর তারপরেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে টিম গেমে (Team Game)
আর সেই আশা-ভরসা নিয়েই ভূটান (Bhutan) উড়ে গেছে দল।
610
কী বলছেন হেডস্যার (Head Sir)?
অস্কারের কথায়, “আমাদের দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমাদের দ্রুত ফলাফল চাই।”
710
এদিকে এএফসি-তে (AFC) লাল হলদের সামনে কারা?
ভূটানের (Bhutan) পারো এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং লেবাননের নেজমেহ এসসি।
810
গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে থিম্পু শহরে
হারের খরা কাটিয়ে জয়ে ফেরাই মূল লক্ষ্য লাল হলুদের সামনে।
910
চিন্তায় রাখছে ডিফেন্স
জিততে গেলে এই বিষয়গুলির দিকে নজর রাখতে হবে।
1010
তাছাড়া ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও জয় চাইছে গোটা শিবির