ইস্টবেঙ্গলের কলকাতা ডার্বি জয়ের পর ইলিশের দাম বেড়ে গেল না কমল? জেনে নিন বাজারদর

Published : Jul 27, 2025, 12:54 PM ISTUpdated : Jul 27, 2025, 12:57 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

Hilsa Fish: ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club) সঙ্গে ইলিশ মাছের সম্পর্ক নিয়ে গড়ের মাঠে বহু প্রবাদ রয়েছে। বর্ষার মরসুমে বড় ম্যাচে ইস্টবেঙ্গল জয় পেলেই সদস্য-সমর্থকরা বাজারে গিয়ে ইলিশের খোঁজ করেন। এই রবিবারও ঠিক সেটাই দেখা গেল।

Hilsa Fish Price: ‘ইস্টবেঙ্গল (East Bengal) জিতলেই ইলিশ মাছের দাম বেড়ে যায়।’ সত্তরের দশকে বাংলার বিভিন্ন প্রান্তে এ কথা শোনা যেত। এখন বাংলার ফুটবল নিয়ে সেই আবেগ-উন্মাদনা নেই। কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) গুরুত্বও কমে গিয়েছে। কিন্তু শনিবার মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে প্রিয় দল জয় পাওয়ায় রবিবার সকাল থেকে অনেক ইস্টবেঙ্গল সমর্থকই বাজারে গিয়ে ইলিশ মাছের খোঁজ করছেন। ইলিশ নিয়ে উন্মাদনা বাড়িয়ে দিয়েছেন ফুটবলাররাই। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ইলিশ মাছ হাতে দেখা যায় কলকাতা ডার্বির (Kolkata Derby) অন্যতম নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়কে। অন্য ফুটবলারদের হাতেও ইলিশ মাছ দেখা যায়। ফলে প্রিয় দলের গর্বের প্রতীক ইলিশ মাছ নিয়ে লাল-হলুদ জনতার মধ্যে নতুন করে উন্মাদনা দেখা যাচ্ছে।

বাজারে ইলিশ মাছের দর কত?

ইস্টবেঙ্গলের কলকাতা ডার্বি জয়ের আগে থাকতেই বাজারে ইলিশের দর বেশ চড়া। এক থেকে দেড় কিলো ওজনের ইলিশ মাছ প্রতি কিলো ১,৫০০ থেকে ১,৮০০ বা ২,০০০ টাকা করে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ মাছ প্রতি কিলো ৮০০ থেকে ৯০০ টাকা করে বিক্রি হচ্ছে। রবিবার দামে বিশেষ হেরফের হয়নি। সাধ্য অনুযায়ী নিজেদের মতো ইলিশ কিনছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে ইস্টবেঙ্গল সমর্থক নন এমন অনেকেও বাজারে গিয়ে প্রিয় ইলিশ মাছ কিনছেন।

জোগান বাড়লে ইলিশের দর কমবে?

আবহাওয়া ভালো না থাকায় মাঝেমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তবে নিষেধাজ্ঞা উঠে গেলেই মাছ ধরতে যাচ্ছেন মৎস্যজীবীরা। গত কয়েকদিনে দিঘা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার উপকূলে বিপুল পরিমাণে ইলিশ এসেছে। ৪০০ টনেরও বেশি ইলিশ নিয়ে ফিরেছেন মৎস্যজীবীরা। কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জালে ৫০০ গ্রাম থেকে এক কিলো ওজনের ইলিশ মাছ উঠেছে। ফলে এবার বাজারে ইলিশের দাম কমতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?