Barcelona Vs Real Madrid: বার্সেলোনার বিরুদ্ধে পিছিয়ে পড়েও এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

বরাবরের মতোই শনিবারের এল ক্লাসিকো ঘিরেও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উত্তেজনা ছিল। সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সমর্থকদের মধ্যে তুঙ্গে উঠল তর্ক।

Soumya Gangully | Published : Oct 28, 2023 3:46 PM IST / Updated: Oct 28 2023, 11:29 PM IST

ফের এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের। শনিবার ইলকে গুন্ডোগানের গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারল না বার্সেলোনা। জুড বেলিংহ্যামের জোড়া গোলে জয় পেল রিয়াল। ম্যাচের শেষমুহূর্তে জয়সূচক গোল করেন বেলিংহ্যাম। এই ম্যাচের শুরুটা দারুণভাবে করেছিল বার্সা। ৬ মিনিটেই ম্যাচের প্রথম গোল করেন গুন্ডোগান। প্রথমার্ধের শেষে বার্সার পক্ষে ফল ছিল ১-০। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে যায়। ৬৮ মিনিটে প্রথম গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহ্যাম। এরপর ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম।

উত্তেজক এল ক্লাসিকো

এল ক্লাসিকোয় উত্তেজনা, কথা কাটাকাটি হবে না এটা ভাবাই যায় না। শনিবারের ম্যাচেও একাধিকবার উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। প্রথমার্ধে বার্সেলোনার প্রধান কোচ জাভি হার্নান্ডেজের সঙ্গে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের তর্ক বেঁধে যায়। টেকনিক্যাল এরিয়ার মধ্যেই ছিলেন জাভি। রোনাল্ড আরাউয়োর সঙ্গে বল দখলের লড়াইয়ে ব্যর্থ হয়ে ফাউলের আবেদন জানান ভিনিসিয়াস। জাভি দাবি করেন, ফাউল করেননি রোনাল্ড। পাল্টা ভিনিসিয়াস দাবি করেন, তাঁকে ফাউল করা হয়েছে। তবে এই তর্ক বেশিদূর গড়ায়নি। ভিনিসিয়াসকে শান্ত করেন জাভি।

লুকা মদরিচকে কৃতিত্ব দিচ্ছেন কার্লো অ্যান্সেলোত্তি

এল ক্লাসিকো জয়ের পর রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি বলেছেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের খেলা অন্যরকম হয়েছে। আমরা প্রথমার্ধে নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারিনি। আমরা আক্রমণে জোর দিতে পারিনি। বল দখলের লড়াইয়েও পিছিয়ে থাকছিলাম আমরা। তবে পরিবর্ত হিসেবে লুকা মদরিচ মাঠে নামার পরেই ম্যাচের রং বদলে যায়। বেলিংহ্যামের প্রথম গোল আমাদের ম্যাচে ফিরতে সাহায্য করে। বিপক্ষের অর্ধে দারুণ কার্যকর হয়ে ওঠে লুকা।’

বেলিংহ্যামের প্রশংসায় রিয়াল কোচ

জোড়া গোল করে এল ক্লাসিকোয় জয় এনে দেওয়া বেলিংহ্যামের প্রশংসা করে অ্যান্সেলোত্তি বলেছেন, ‘বেলিংহ্যাম সবসময় গোল করার চেষ্টায় থাকে। ও নীচ থেকে আক্রমণে উঠে দলের আক্রমণে সাহায্য করে। বক্সের বাইরে থেকে ও অসাধারণ গোল করে। ওর সবচেয়ে বড় গুণ হল, ও ঠিক জায়গায় পৌঁছে যায় এবং দলের সবাইকে ঠিক জায়গায় পৌঁছে যাওয়ার সময় দেয়। ও ২০-২৫ গোল করতে পারে। ও খেলায় সমতা ফেরানোর পর আমাদের মনোবল বেড়ে যায়। দলের সবাই ভালো খেলতে শুরু করে। দলের সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো জায়গায় আছে।’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

Lionel Messi: মেজর লিগ সকারের বর্ষসেরা নবাগত পুরস্কারের জন্য মনোনীত মেসি

নিষেধাজ্ঞা অমান্য করেই উড়ল প্যালেস্টাইনের পতাকা, অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম সেলটিকের ম্যাচে সবুজ হয়ে উঠল গ্যালারি

Share this article
click me!