Emami East Bengal FC: বেঙ্গালুরু এফসি থেকে লোনে ইস্টবেঙ্গলে অজয় ছেত্রী

চলতি মরসুমে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। তবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একজন ভারতীয় ফুটবলারের অভাব অনুভব করছিল লাল-হলুদ শিবির। সেই অভাব পূরণ করা হল।

বেঙ্গালুরু এফসি থেকে লোনে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অজয় ছেত্রীকে দলে নিল ইস্টবেঙ্গল। ২৪ বছর বয়সি অজয় এর আগে ২০২০-২১ মরসুমের আইএসএল-এ ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন। তিনি দ্বিতীয়বার লাল-হলুদে যোগ দিলেন। পুরনো দলে ফিরে খুশি অজয়। এই মিডফিল্ডার বলেছেন, ‘ইস্টবেঙ্গলে ফিরতে পেরে আমি খুব খুশি। আমি ইমামি গ্রুপ, ক্লাব ও কোচ কার্লেস কুয়াদ্রাতকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁরা আমার দক্ষতার উপর ভরসা রেখেছেন। কোচ কার্লেসের অধীনেই আমার আইএসএল-এ অভিষেক হয়েছিল। তাঁর সঙ্গে আবার একই দলে যোগ দেওয়ার জন্য আমার আর তর সইছে না। আমি এর আগে যখন ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলাম, তখন করোনা অতিমারীর আবহ ছিল। সেই কারণে আমার ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে খেলা হয়ে ওঠেনি। এবার আমি নিজেকে প্রমাণ করার জন্য সেরাটা দেব এবং সমর্থকদের খুশি করার চেষ্টা করব।’

লাল-হলুদ কোচ এই মিডফিল্ডার সম্পর্কে বলেছেন, 'আমি যখন বেঙ্গালুরু এফসি-র কোচ ছিলাম, তখন অজয় আমার কোচিংয়ে খেলেছিল। ও লোনে হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গল এবং গত মরসুমে আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসি-র হয়ে খেলে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করেছে। ইস্টবেঙ্গলের মতো একটি ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা ওর আছে। যে খেলোয়াড় আমার কোচিংয়ে প্রথমবার আইএএসএল-এ খেলেছে, তাকে নতুন সুযোগ দিতে পেরে আমি আনন্দিত।'

Latest Videos

অজয়কে দলে নেওয়া প্রসঙ্গে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা ইমামির পক্ষে সন্দীপ আগরওয়াল বলেছেন, ‘অজয় একজন প্রতিশ্রুতিমান মিডফিল্ডার। ওর এর আগে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল-এ খেলার অভিজ্ঞতা আছে। ও দলে আসায় আমাদের মিডফিল্ডের শক্তি নিঃসন্দেহে বেড়ে যাবে।’

২০১৮-১৯ মরসুমে প্রথমবার বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল-এ খেলার সুযোগ পান অজয়। এর আগে তিনি বেঙ্গালুরু এফসি বি দলের হয়ে খেলেন। আইএসএল-এ অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হন অজয়। পাঞ্জাব এফসি-কে আই লিগ জিততেও সাহায্যও করেন এই মিডফিল্ডার। গত মরসুমের আই লিগে তিনি ১৯ ম্যাচ খেলেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে ১টি গোল করেন অজয়। তিনি ৩টি গোলের পাস বাড়ান। রবি ফাউলারের কোচিংয়ে ইস্টবেঙ্গলে প্রথমবার খেলার সময় খুব বেশি সুযোগ পাননি অজয়। তাঁকে ৫টি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়। এবার বেশি ম্যাচে খেলার সুযোগ পাবেন বলে আশা করছেন অজয়। তাঁর খেলার ধরন জানেন লাল-হলুদ কোচ। ফলে তিনি অজয়কে দলের প্রয়োজনে ব্যবহার করবেন।

আরও পড়ুন-

Durand Cup 2023: বিতর্কিত পেনাল্টি, এফসি গোয়াকে ২-১ হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান

Sunil Chhetri: অগাস্টের শেষেই সুখবর, পুত্র সন্তানের বাবা হলেন সুনীল ছেত্রী

Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News