Arsenal Vs Liverpool: লিভারপুলকে ৩-১ উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আর্সেনাল

Published : Feb 05, 2024, 12:46 AM ISTUpdated : Feb 05, 2024, 01:23 AM IST
Bukayo Saka

সংক্ষিপ্ত

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের দৌড়ে ম্যাঞ্চেস্টার সিটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে লিভারপুল ও আর্সেনাল। কিছুটা পিছিয়ে পড়েছে অ্যাস্টন ভিলা।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলকে ৩-১ উড়িয়ে দিল আর্সেনাল। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গানার্সরা। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লিভারপুল। এই ম্যাচে জয় পেলে অনেকটা এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু হেরে যাওয়ায় চ্যাম্পিয়নশিপের লড়াই জমে গেল। ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম হটস্পার। ফলে কোন দল চ্যাম্পিয়ন হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স আর্সেনালের

লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে প্রথমার্ধের সংযোজিত সময়ে গ্যাব্রিয়েল ম্যাগালহেজের আত্মঘাতী গোলে সমতা ফেরায় লিভারপুল। ৬৭ মিনিটে আর্সেনালকে ফের এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৮৮ মিনিটে ইব্রাহিমা কনাতে লাল কার্ড দেখায় ১০ জনে হয়ে যায় লিভারপুল। এরপর সংযোজিত সময়ে আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান লিয়ান্দ্রো ট্রসার্ড।

লিভারপুলকে উড়িয়ে খুশি ম্যাচের সেরা জর্জিনহো

লিভারপুলের বিরুদ্ধে জয়ের পর জর্জিনহো বলেছেন, ‘ওদের গোল ম্যাচে কোনও বদল হয়নি। কারণ, আমাদের নিজেদের উপর বিশ্বাস ছিল। আমরা একে অপরের উপর নির্ভর করি। আমরা প্রথমার্ধে ভালো খেললেও, তাতে কিছু বদল হয়নি। ম্যাচ জিততে হলে কী করতে হবে আমরা জানতাম। আমাদের দলের সবাই একে অপরকে সাহায্য করছে। কেউ স্বার্থপরতা দেখাচ্ছে না। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আজ পরিণত মানসিকতা দেখিয়েছি। কখন নীচ থেকে খেলতে হবে এবং কখন লম্বা বল বাড়াতে হবে, সেটা আমরা বুঝতে পারছিলাম। এর ফলেই জয় পেলাম।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Football: আর্থিক নয়ছয়ের অভিযোগ, কল্যাণ চৌবের পদত্যাগ দাবি বাইচুং ভুটিয়ার

East Bengal: ইস্টবেঙ্গলের পুরনো গৌরব ফেরানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, জানালেন বিনিয়োগকারীরা

Chelsea FC: চেলসিকে প্রথম ট্রফি জেতানোই লক্ষ্য, লিগ কাপ ফাইনালে পৌঁছে বার্তা মরিসিও পচেত্তিনোর

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?