English Premier League: ইউনাইটেডকে ৩-০ উড়িয়ে ফের ছন্দে ম্যাঞ্চেস্টার সিটি

গত এক দশকে ধীরে ধীরে পতন হয়েছে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অন্যতম সফল দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এখন আর ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দলগুলির মধ্যে গণ্য হয় না 

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে ৩-০ জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে সহজেই হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দল। জোড়া গোল করলেন ম্যান সিটির প্রধান ভরসা আর্লিং হালান্ড। অপর গোলটি করলেন ফিল ফডেন। ঘরের মাঠে খেলা হলেও, কোনওরকম লড়াই করতে পারল না ম্যান ইউ। এবারের ইপিএল-এ ছন্দে ফেরার চেষ্টা করছিল এরিক টেন হ্যাগের দল। কিন্তু ম্যাঞ্চেস্টার ডার্বিতে বড় ব্যবধানে হেরে জোর ধাক্কা খেল রেড ডেভিলস। ১০ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে ৮ নম্বরে ম্যান ইউ। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি ১০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালও ১০ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে। তবে বেশি গোল করায় ম্যান সিটির চেয়ে এগিয়ে আর্সেনাল। শীর্ষে থাকা টটেনহ্যাম হটস্পার ১০ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে থাকা লিভারপুল ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পেয়েছে। পঞ্চম স্থানে থাকা অ্যাস্টন ভিলা ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে। ফলে লিগ টেবলে প্রথম ৫ দলের মধ্যে পয়েন্টের ব্যবধান সামান্যই। জোর লড়াই চলছে।

ফের ছন্দে ম্যান সিটি

Latest Videos

এবারের ইপিএল-এর শুরুটা দুর্দান্তভাবে করলেও, মাঝে ছন্দ হারিয়ে ফেলেছিল গত মরসুমে ত্রিমুকুট জেতা ম্যান সিটি। তবে ছন্দ ফিরে পেয়েছেন হালান্ডরা। ফলে তাঁদের দল ফের তেল খাওয়া মেশিনের মতো ছুটছে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে সেই ছন্দময় ফুটবল দেখা গেল। ২৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন হালান্ড। তিনিই ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান। ৮০ মিনিটে তৃতীয় গোল করেন ফডেন। 

ম্যাঞ্চেস্টার ডার্বি জিতে খুশি গুয়ার্দিওলা 

বিপক্ষ দলের ঘরের মাঠে গিয়ে জয় পেলে সব দলই খুশি হয়। ডার্বি হলে তো কথাই নেই। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউকে উড়িয়ে দেওয়ার পর ম্যান সিটির প্রধান কোচ গুয়ার্দিওলা বলেছেন, 'দ্বিতীয় গোল আমাদের অনেকটা সাহায্য করে। আমরা প্রথমার্ধের শেষে নিজেদের মধ্যে আলোচনা করি। ওল্ড ট্র্যাফোর্ডে জয় সবসময় আলাদা। আমরা অত্যন্ত গর্বিত।'

লিভারপুলের সহজ জয় 

রবিবার ইপিএল-এর অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে সহজেই ৩-০ উড়িয়ে দিল লিভারপুল। ৩১ মিনিটে প্রথম গোল করেন দিয়োগো জোটা। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান ডারউইন নুনেজ। ৭৭ মিনিয়ে তৃতীয় গোল করেন মহম্মদ সালাহ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন- 

Cristiano Ronaldo-Salman Khan: সৌদি আরবে পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সলমন খান, ভাইরাল ভিডিও

Barcelona Vs Real Madrid: বার্সেলোনার বিরুদ্ধে পিছিয়ে পড়েও এল ক্লাসিকো জয় রিয়াল মাদ্রিদের

 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News