English Premier League: লিভারপুলের সঙ্গে ড্র, ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেই আর্সেনাল

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে লিভারপুল ও আর্সেনাল। শনিবার রাতে এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের সঙ্গে ১-১ ড্র করে শীর্ষেই থেকে গেল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকল লিভারপুল। ১৮ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পেয়েছে আর্সেনাল। ১৮ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৩৯। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলাও ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে লিভারপুলের চেয়ে পিছিয়ে অ্যাস্টন ভিলা। ১৮ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার। ১৭ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রথম ৫ দলের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে।

অ্যানফিল্ডে হাড্ডাহাড্ডি লড়াই

Latest Videos

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে এই ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। ৪ মিনিটে গ্যাব্রিয়েল ম্যাগালহেজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ২৯ মিনিটে মহম্মদ সালাহর গোলে সমতা ফেরায় লিভারপুল। এরপর এই ম্যাচে আর কোনও গোল হয়নি। কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। বড়দিনের আগে প্রিমিয়ার লিগের শীর্ষেই থাকল আর্সেনাল। গত ১১ মরসুম ধরেই অ্যানফিল্ডে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না আর্সেনাল। শনিবারের ম্যাচেও জয় পেল না গানার্সরা। এদিন অ্যানফিল্ডে লিভারপুল ও আর্সেনালের ১০০-তম ম্যাচ ছিল। সেই ম্যাচ ড্র হলেও, অত্যন্ত আকর্ষণীয় লড়াই দেখা গেল। ২ দলই গোলের সুযোগ নষ্ট করে। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ১৪৯-তম গোল করলেন সালাহ।

ড্র করে হতাশ বুকায়ো সাকা

লিভারপুলের সঙ্গে ড্র করার পর আর্সেনালের তারকা বুকায়ো সাকা বলেছেন, ‘আমরা একটু হতাশ। তবে আমার মনে হয়, লিভারপুলকে কৃতিত্ব দিতেই হবে। ওরা ভালো খেলেছে। যে কোনও দলই এই ম্যাচ জিততে পারত। আমরা যেমন গোলের সুযোগ পেয়েছি, তেমনই লিভারপুলও সুযোগ পেয়েছিল। আমরা ফাইনাল থার্ডে অনেক বল পেয়েছি। কিন্তু ফাইনাল পাস ঠিকমতো হয়নি। এই কারণেই আমি হতাশ।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Manchester United: প্রিমিয়ার লিগে ফের হার ম্যান ইউয়ের, ক্ষুব্ধ এরিক টেন হ্যাগ

Mohun Bagan: মুম্বইয়ের পর গোয়া, আইএসএল-এ টানা ২ ম্যাচে হার মোহনবাগানের

Mohammedan Sporting Club: নতুন বছরে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia