অ্যানফিল্ডে দুই ডাচের লড়াই, এরিক টেন হ্যাগকে জোর ধাক্কা কডি গাকপোর

Published : Mar 06, 2023, 08:20 AM IST
Cody Gakpo

সংক্ষিপ্ত

ওল্ড ট্র্যাফোর্ডের বদলা অ্যানফিল্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে ১-২ হারের পর দ্বিতীয় গেলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৭-০ বিধ্বস্ত করল লিভারপুল। জয়ের অন্যতম নায়ক কডি গাকপো।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে নিতে চেয়েছিল। কিন্তু দেশের ক্লাব পিএসভি আইন্ডহোভেন ছেড়ে লিভারপুলে যোগ দেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার কডি গাকপো। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বিপক্ষ দলের কোচ ছিলেন স্বদেশীয় এরিক টেন হ্যাগ। দুই ডাচের লড়াইয়ে জয় পেলেন গাকপো। মাঠের বাইরে থেকে নিজের দেশের স্ট্রাইকারের অসামান্য পারফরম্যান্স দেখতে হল ম্যান ইউ কোচ টেন হ্যাগকে। লিভারপুলের ৭ গোলের মধ্যে প্রথম ও তৃতীয়টি করলেন গাকপো। ম্যাচের পর এই স্ট্রাইকার বললেন, 'সবচেয়ে সুন্দর গোল ছিল দ্বিতীয়টি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রথম গোল।' টেন হ্যাগ হয়তো এই স্ট্রাইকারকে নিজের দলে না পেয়ে আফশোস করছিলেন। গাকপো যদি লিভারপুলের বদলে ম্যান ইউয়ে যোগ দিতেন, তাহলে রবিবারের ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। এ বছরের জানুয়ারিতেই অ্যানফিল্ডে পা রেখেছেন গাকপো। এর মধ্যেই তিনি রেডস সমর্থকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। রবিবারের পর জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে গেল।

ম্যান ইউয়ের সঙ্গে লিভারপুলের শত্রুতা বহু পুরনো। এই দুই দলের ম্যাচ সবসময়ই উত্তেজক হয়। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় উপরের দিকে আছে ম্য়ান ইউ। ডাচ কোচের হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে রেড ডেভিলস। এখনও প্রথম ৪ দলের মধ্যে নেই লিভারপুল। সেই কারণে রবিবারের ম্যাচ জিততে মরিয়া ছিল দ্য রেডস। দলকে স্মরণীয় জয় পেতে সাহায্য করলেন গাকপো। ৪৩ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন এই ডাচ স্ট্রাইকার। ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিভারপুল। এরপর দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে জুরগেন ক্লপের দল। টেন হ্যাগের কাছে লিভারপুলের বিধ্বংসী ফুটবলের কোনও জবাব ছিল না। দ্বিতীয়ার্ধে ৬ গোল হয়। আরও গোল হতেই পারত।

এই প্রথম লিভারপুলের হয়ে ম্যান ইউয়ের বিরুদ্ধে খেললেন। প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্সের পর গাকপো বললেন, ‘অনেকেই এই ম্যাচের আগে আমাকে অনেককিছু বলেছিলেন। আমি জানতাম, সমর্থকদের কাছে এটি বড় ম্যাচ। আমরা যে পরিস্থিতিতে আছি তাতে আমাদের কাছেও গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমরা একটু বেশিই তেতে ছিলাম। এরকম পারফরম্যান্স দেখাতে পারলে সবসময়ই ভালো লাগে। আমাদের এভাবেই খেলে যেতে হবে। এর আগে মহম্মদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনো একসঙ্গে খেলত। সাদিও দল ছেড়েছে। এখন আমি আছি। আমাদের নতুন জুটি গড়ে উঠছে। আমাদের মানিয়ে নিতে একটু সময় লাগছে। আমাদের উন্নতি করতে হবে।’

আরও পড়ুন-

লিভারপুলের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখার কারণ ছিল, মুখ খুললেন টেন হ্যাগ

এডিনসন কাভানিকে টপকে প্যারিস সাঁ জা-র সর্বাধিক গোলদাতা কিলিয়ান এমবাপে

পানামা, কিউরাসাওয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে খেলবেন, দেশের হয়ে ১০০ গোলের লক্ষ্যে মেসি

PREV
click me!

Recommended Stories

কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয়বার কলকাতায় পা রাখছেন মেসি, বরণ করতে তৈরি তিলোত্তমা
Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?