লিভারপুলের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখার কারণ ছিল, মুখ খুললেন টেন হ্যাগ

Published : Mar 05, 2023, 09:21 PM IST
Manchester United, Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর থেকেই সাফল্য পেতে শুরু করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শুরুতে সমর্থকদের বিরাগভাজন হলেও, সাফল্য এনে দিয়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছেন এরিক টেন হ্যাগ।

ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখার মাধ্যমে সমস্যার সূত্রপাত। তারপর এই তারকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়। প্রকাশ্যে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন রোনাল্ডো। এতদিন এ ব্যাপারে কোনও মন্তব্য না করলেও, এবার মুখ খুললেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলেছেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তার কারণ ছিল। আমি জানতাম এর ফল ভোগ করতেই হবে। আমার সেই সিদ্ধান্তের শুধু স্বল্পমেয়াদীই না, দীর্ঘমেয়াদী প্রভাবও পড়েছে। আমার মনে আছে, আমাদের হাতে ১০ দিন সময় ছিল। আমাদের দলের পক্ষে যেটা সবচেয়ে ভালো হয়, সেই সিদ্ধান্তই নিতে হত। সবসময় কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়। দীর্ঘময়াদী সিদ্ধান্তের কী প্রভাব পড়তে পারে সেটাও ভাবতে হয়। আমার কাজ ও দায়িত্ব কী সেটা জানি। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি। আমাকে এই সিদ্ধান্ত নিতেই হত। আমি সেটাই করেছি।’

রোনাল্ডোকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে টেন হ্যাগ আরও বলেছেন, 'আমি জানতাম আমার সিদ্ধান্তের নেতিবাচক ফল হতে পারে। ফুটবলে সেটা সবসময় সম্ভব। কিন্তু আমি সেসব নিয়ে চিন্তা করিনি। সেই সময়ও রাতে আমার ভালোই ঘুম হত। ক্লাব ও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাকে সিদ্ধান্ত নিতে হয়। সেটাই আমার কাজ। আমাকে এই দায়িত্ব পালন করতে হয়। যে সিদ্ধান্ত নিয়েছি সেটার দায় নিতে তৈরি আমি।'

জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না রোনাল্ডো। দলও সাফল্য পাচ্ছিল না। ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ হারের পর ঘরের মাঠে লিভারপুলের বিরুদ্ধে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি টেন হ্যাগ। তিনি এই তারকাকে নামান ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিটে আগে। সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় ম্যান ইউ। এই ম্যাচই দলের পরিবেশ বদলে দেয়। দল সাফল্য পেতে শুরু করলেও, কোচের সঙ্গে রোনাল্ডোর সম্পর্কের অবনতি হয়। শেষপর্যন্ত কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিস্ফোরক সাক্ষাৎকারের পর ওল্ড ট্র্য়াফোর্ডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন রোনাল্ডো। 

ইউরোপ ছেড়ে সৌদি আরবে ক্লাব ফুটবল খেলছেন 'সি আর সেভেন'। তাঁর খ্যাতির সঙ্গে এটা মানানসই নয়। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন রোনাল্ডো। আল-নাসরের হয়ে তিনি অবশ্য সব ম্যাচে সাফল্য পাচ্ছেন না।

আরও পড়ুন-

এডিনসন কাভানিকে টপকে প্যারিস সাঁ জা-র সর্বাধিক গোলদাতা কিলিয়ান এমবাপে

পানামা, কিউরাসাওয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে খেলবেন, দেশের হয়ে ১০০ গোলের লক্ষ্যে মেসি

রোজারিওতে শ্বশুরের সুপার মার্কেটে গুলি, লিওনেল মেসিকে খুনের হুমকি!

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল