English Premier League: দুরন্ত জয়ে ইপিএল শীর্ষে ম্যান সিটি, ফের হেরে তলানিতে ম্যান ইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুমে শুরু থেকেই দুরন্ত ছন্দে গতবার ত্রিমুকুুট জেতা ম্যাঞ্চেস্টার সিটি। প্রায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মরসুম সদ্য শুরু হয়েছে। প্রতিটি দলই ৪-৫টি করে ম্যাচ খেলেছে। দীর্ঘ মরসুম পড়ে আছে। ফলে শেষপর্যন্ত কারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে সেটা বলা কঠিন। কিন্তু মরসুমের শুরুটা যদি ইঙ্গিত হয়, তাহলে ফের শীর্ষে থাকার লড়াইয়ে ভালোভাবেই আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। সম্পূর্ণ বিপরীত মেরুতে একই শহরের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সিটি যখন পয়েন্ট তালিকার শীর্ষে, তখন ১২ নম্বরে ম্যান ইউ। শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় ছিনিয়ে নিল সিটি। অন্যদিকে, ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল ম্যান ইউ। অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ হারিয়ে দিল টটেনহ্যাম হটস্পারকে। লুটন টাউনকে ১-০ হারিয়ে দিল ফুলহ্যাম। ক্রিস্টাল প্যালেসকে ৩-১ উড়িয়ে দিল অ্যাস্টন ভিলা।

এদিন ম্যান সিটির বিরুদ্ধে ৩৬ মিনিটে জেমস ওয়ার্ড-প্রাইজের গোলে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ম্যাচের রং বদলে যায়। জেরেমি ডকুর গোলে সমতা ফেরায় সিটি। এরপর ৭৬ মিনিটে গতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন বার্নার্ডো সিলভা। ৮৬ মিনিটে সিটির জয় নিশ্চিত করেন আর্লিং হোলান।

Latest Videos

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউয়ের বিরুদ্ধে শুরু থেকেই দাপট ছিল ব্রাইটনের। ২০ মিনিটে প্রথম গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন ড্যানি ওয়েলবেক। ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করেন পাসকাল গ্রোব। ৭১ মিনিটে তৃতীয় গোল করেন হোয়াও পেড্রো। ৩ গোলে পিছিয়ে পড়ে ৭৩ মিনিটে ম্যান ইউয়ের হয়ে ব্যবধান কমান হ্যানিব্যাল মেজব্রি। তবে তাতে হার এড়ানো সম্ভব হয়নি।

এদিন টটেনহ্যাম-শেফিল্ড ম্যাচের শেষদিকে চূড়ান্ত নাটকীয় ঘটনা দেখা যায়। এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ৭৩ মিনিটে শেফিল্ডকে এগিয় দেন গুস্তাভো হ্যামার। চতুর্থ রেফারি ১৭ মিনিট সংযোজিত সময় দেন। সংযোজিত সময়ের ৮ মিনিটে গোল করে সমতা ফেরান রিচার্লিসন। এর ২ মিনিট পরেই গোল করে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন দেয়ান কুলুসেভস্কি। সংযোজিত সময়ের ১৪ মিনিটে লাল কার্ড দেখেন শেফিল্ডের অলি ম্যাকবার্নি।

অ্যাস্টন ভিলা-ক্রিস্টাল প্যালেস ম্যাচেও চূড়ান্ত নাটক দেখা যায়। এই ম্যাচের ৪৭ মিনিটে প্রথম গোল করে প্যালেসকে এগিয়ে দেন ওডসন এডুয়ার্ড। ৮৭ মিনিটে সমতা ফেরান ঝন ডুরান। এরপর সংযোজিত সময়ের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিলাকে এগিয়ে দেন ডগলাস লুইজ। ৩ মিনিট পরে ব্যবধান বাড়ান লিয়ন বেইলি।

আরও পড়ুন-

Asian Games 2023: এশিয়ান গেমসে যাচ্ছেন লালচুংনুঙ্গা, খেলতে পারেন মহেশও

Lionel Messi: ফের কলকাতায় আসছেন মেসি! মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বাড়ছে আশা

Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
ট্যাবের টাকা মুহূর্তে হাওয়া! কাদের অ্যাকাউন্টে যাচ্ছে , এবার গোসাবায় | Bengal Tab Scam | Gosaba
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M