এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে আর্সেনাল। দীর্ঘদিন পর গানার্সদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার আশা তৈরি হয়েছে।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম কোনও ম্যাচ হারল আর্সেনাল। শনিবার রাতে নিউক্যাসল ইউনাইটেড এফসি-র কাছে ০-১ হেরে গেল গানার্সরা। ৬৪ মিনিটে একমাত্র গোল করেন অ্যান্টনি গর্ডন। এই গোল নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে। গোল করার আগে গর্ডন অফসাইডে ছিলেন কি না, গোলের আক্রমণ গড়ে তোলার সময় ফাউল হয়েছিল কি না, সেটা ভিএআর-এ খতিয়ে দেখেন রেফারি। এতে ৪ মিনিট ৬ সেকেন্ড লেগে যায়। শেষপর্যন্ত রেফারি জানান, ন্যায্য গোল হয়েছে। রেফারির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন আর্সেনাল কোচ মিকেল আর্টেটা। তবে রেফারি আর সিদ্ধান্ত বদল করেননি। ফলে হেরেই মাঠ ছাড়তে হল আর্সেনালকে।
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ আর্সেনাল
নিউক্যাসলের কাছে হারের পর আর্সেনালের কোচ বলেছেন, 'যেটা হয়েছে সেটা অত্যন্ত বিড়ম্বনার। আমি জানি না কীভাবে এই গোল দেওয়া হল। আমরা বলি ইংলিশ প্রিমিয়ার লিগই বিশ্বের সেরা। কিন্তু এই লিগেই এরকম ঘটনা দেখা গেল। আমি এই দেশে ২০ বছর ধরে আছি। এখন আমার লজ্জা লাগছে। এই ঘটনা অসম্মানজনক।'
টানা ৭ ম্যাচ অপরাজিত নিউক্যাসল
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচ অপরাজিত নিউক্যাসল। গত ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ৩-০ উড়িয়ে দেওয়ার পর এবার আর্সেনালকেও হারিয়ে দিল নিউক্যাসল। আর্সেনালকে হারিয়ে ১১ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। চলতি মরসুমে এই প্রথম কোনও ম্যাচে গোল করতে ব্যর্থ হল আর্সেনাল। ১১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে গানার্সরা।
বড় জয় ম্যান সিটির
শনিবার ইপিএল-এর অন্য ম্যাচে বর্নমাউথকে ৬-১ গোলে উড়িয়ে ফের শীর্ষে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ফুলহ্যামকে ১-০ হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডকে ৩-২ হারিয়ে দিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসি। উলভসকে ২-১ হারিয়ে দিল শেফিল্ড ইউনাইটেড। বার্নলিকে ২-০ উড়িয়ে দিল ক্রিস্টাল প্যালেস। ব্রাইটনের সঙ্গে ১-১ ড্র করল এভার্টন।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
English Premier League: বর্নমাউথকে ৬-১ উড়িয়ে ফের ইপিএল-এর শীর্ষে ম্যান সিটি
Neymar: চোট সারাতে হাঁটু অস্ত্রোপচার, কোপা আমেরিকায় অনিশ্চিত নেইমার