East Bengal: ২ বার পেনাল্টি নষ্ট ক্লেইটন সিলভার, হার অভ্যাসে পরিণত ইস্টবেঙ্গলের

আইএসএল-এ ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্স অব্যাহত। হোম ম্যাচ হোক বা অ্যাওয়ে ম্যাচ, টানা হেরেই চলেছে কার্লেস কুয়াদ্রাতের দল। সদস্য-সমর্থকরা এই ফলে হতাশ।

Soumya Gangully | Published : Nov 4, 2023 4:25 PM IST / Updated: Nov 05 2023, 12:35 AM IST

সচিন সুরেশ নামটা অনেকদিন মনে থাকবে ইস্টবেঙ্গল সমর্থকদের। কেরালা ব্লাস্টার্সের তরুণ গোলকিপারের জন্যই শনিবার ঘরের মাঠে হেরে গেল ইস্টবেঙ্গল। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা এই ম্যাচে ৩ বার পেনাল্টি শট নেন। এর মধ্যে প্রথম শট সেভ করেন সচিন। কিন্তু ক্লেইটন শট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন কেরালার গোলকিপার। সেই কারণে রেফারি দ্বিতীয়বার পেনাল্টির নির্দেশ দেন। এই শটও সেভ করে দেন সচিন। ফিরতি বলে বাঁ পায়ে ক্লেইটনের দায়সারা শট বারের উপর দিয়ে চলে যায়। এই মুহূর্তটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিল। এরপর শেষমুহূর্তে সেই পেনাল্টি থেকেই গোল করেন ক্লেইটন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল।

যোগ্য দল হিসেবে জয় পেল কেরালা ব্লাস্টার্স

Latest Videos

শনিবারের এই ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছিল। ঘরের মাঠে দর্শকদের সমর্থন সম্বল করে গোলের চেষ্টা শুরু করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের সমর্থকরাও ছিলেন। ফলে দর্শকদের সমর্থন পাচ্ছিলেন কেরালার ফুটবলাররাও। এতে উৎসাহিত হয়ে তাঁরা লড়াই করতে থাকেন। ৩২ মিনিটে প্রথম গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন দাইসুকে সাকাল। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরানোর চেষ্টা করতে থাকে ইস্টবেঙ্গল। কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না। চলতি মরসুমে সেট-পিস কাজে লাগাতে পারছে না ইস্টবেঙ্গল। কেরালার বিরুদ্ধেও সেটাই দেখা গেল। ৮৫ মিনিটে পেনাল্টি নষ্ট করেন ক্লেইটন। এরপর ৮৮ মিনিটে কেরালার হয়ে দ্বিতীয় গোল করেন দিমিত্রিওস দিয়ামান্তাকস। কিন্তু গোলের আগের ও পরের মিনিটে হলুদ কার্ড দেখেন তিনি। ফলে শেষ কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় কেরালাকে। তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি।

ইস্টবেঙ্গলের বিবর্ণ পারফরম্যান্স

গত কয়েকটি ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি নন্দকুমার শেখর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও কার্যকরী ভূমিকা পালন করতে পারলেন না এই উইঙ্গার। ইস্টবেঙ্গলের সেন্ট্রাল মিডফিল্ডও ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না। তার ফলে রক্ষণে চাপ পড়ছে এবং প্রতি ম্যাচেই গোল হজম করতে হচ্ছে। কোচকে এ বিষয়ে নজর দিতে হবে। হরমনজ্যোত খাবরা, ক্লেইটন এই বয়স ও ফিটনেস নিয়ে আইএসএল-এ খেলার যোগ্য কি না, সেটাও ভেবে দেখতে হবে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

আরও পড়ুন-

English Premier League: বর্নমাউথকে ৬-১ উড়িয়ে ফের ইপিএল-এর শীর্ষে ম্যান সিটি

Neymar: চোট সারাতে হাঁটু অস্ত্রোপচার, কোপা আমেরিকায় অনিশ্চিত নেইমার

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর