সংক্ষিপ্ত

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত লড়াই চলছে। লিগ টেবলে প্রথম ৫টি দলের মধ্যে পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। ফলে যে কোনও ম্যাচের পরেই লিগ টেবল বদলে যেতে পারে।

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বর্নমাউথকে ৬-১ গোলে উড়িয়ে ফের শীর্ষে পৌঁছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ১১ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। ১০ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। শনিবার অন্য ম্যাচে ফুলহ্যামকে ১-০ হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে লিগ টেবলে ৮ নম্বরে উঠে এল ম্যান ইউ। ১১ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট পেল এরিক টেন হ্যাগের দল। ব্রেন্টফোর্ডকে ৩-২ হারিয়ে দিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসি। উলভসকে ২-১ হারিয়ে দিল শেফিল্ড ইউনাইটেড। বার্নলিকে ২-০ উড়িয়ে দিল ক্রিস্টাল প্যালেস। ব্রাইটনের সঙ্গে ১-১ ড্র করল এভার্টন।

ফের ছন্দে ম্যান সিটি

বর্নমাউথের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিটেই প্রথম গোল করে ম্যান সিটিকে এগিয়ে দেন জেরেমি ডকু। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান বার্নার্ডো সিলভা। ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন ম্যানুয়েল আকাঞ্জি। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল ম্যান সিটি। ৬৪ মিনিটে চতুর্থ গোল করেন ফিল ফডেন। ৭৪ মিনিটে বর্নমাউথের হয়ে গোল করে ব্যবধান কমান লুইস সিনিসতেরা। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন সিলভা। ৮৮ মিনিটে ম্যান সিটির হয়ে ষষ্ঠ গোল করেন নাথান অ্যাকে।

জয়ে ফিরল ম্যান ইউ

ফুলহ্যামের বিরুদ্ধে ম্যান ইউয়ের হয়ে একমাত্র গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে জয়সূচক গোল করেন ব্রুনো।

ধাক্কা খেল আর্সেনাল

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড এফসি-র কাছে হেরে গেল আর্সেনাল। ৬৪ মিনিটে নিউক্যাসলের হয়ে একমাত্র গোল করেন অ্যান্টনি গর্ডন। এই হারের ফলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থাকল গানার্সরা। এই ম্যাচে জয় পেলে লিগ টেবলে উঠে আসত আর্সেনাল। কিন্তু হেরে গিয়ে সেই সুযোগ হারাল গানার্সরা।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ২ বার পেনাল্টি নষ্ট ক্লেইটন সিলভার, হার অভ্যাসে পরিণত ইস্টবেঙ্গলের

Neymar: চোট সারাতে হাঁটু অস্ত্রোপচার, কোপা আমেরিকায় অনিশ্চিত নেইমার

YouTube video player