দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে ননি মাদুয়েকের হ্যাটট্রিক, উলভসকে ৬-২ উড়িয়ে দিল চেলসি

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই ছন্দে চেলসি। গত কয়েক মরসুমে ম্যাঞ্চেস্টার সিটির দাপটে কোণঠাসা হয়ে পড়লেও, এবার ঘুরে দাঁড়াতে মরিয়া চেলসি।

সোশ্যাল মিডিয়ায় উলভস সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। সেই দলের বিরুদ্ধেই হ্যাটট্রিক করে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে প্রথম জয় এনে দিলেন ননি মাদুয়েকে। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের ঘরের মাঠে ৬-২ জয় পেল চেলসি। দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন মাদুয়েকে। এদিন তিনি বল ধরলেই গ্যালারি থেকে চিৎকার করছিলেন উলভস সমর্থকরা। তাঁরা চেলসির স্ট্রাইকারকে গালিগালাজ করছিলেন। প্রথমার্ধে নিজে গোল না পেলেও, সতীর্থদের গোল করতে সাহায্য করেন মাদুয়েকে। তিনি দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে বিপক্ষ সমর্থকদের চিৎকার থামিয়ে দেন। ৪৯ মিনিটে মাদুয়েকের শট বিপক্ষের ফুটবলারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। এরপর ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মাদুয়েকে। ৬৩ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে চমক চেলসির

Latest Videos

মাদুয়েকেকে কেন্দ্র করে এদিন চেলসি-উলভস ম্যাচের শুরু থেকেই প্রবল উত্তেজনা ছিল। ২ মিনিটের মধ্যেই নিকোলাস জ্যাকসনের গোলে এগিয়ে যায় চেলসি। ২৭ মিনিটে উলভসকে সমতায় ফেরান ম্যাথিয়াস কুনহা। ৪৫ মিনিটে চেলসিকে ফের এগিয়ে দেন কোল পামার। প্রথমার্ধের সংযোজিত সময়ে ফের সমতা ফেরান জর্গেন স্ট্র্যান্ড লারসেন। প্রথমার্ধের শেষ লড়াইয়ে ফিরলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই মাদুয়েকের হ্যাটট্রিকের সুবাদে ম্যাচ থেকে হারিয়ে যায় উলভস। এরপর ৮০ মিনিটের মাথায় চেলসির হয়ে ষষ্ঠ গোল করেন হোয়াও ফেলিক্স।

লিগ টেবলে ৮ নম্বরে চেলসি

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ সবে শুরু হয়েছে। সব দল ২ ম্যাচ করে খেলেছে। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে ৮ নম্বরে চেলসি। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ ম্যাঞ্চেস্টার সিটি। ব্রাইটন, আর্সেনাল, লিভারপুলও প্রথম ২ ম্যাচে জয় পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে ম্যান সিটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ দিয়ে শুরু আইএসএল, প্রথমে অ্যাওয়ে ম্যাচ ইস্টবেঙ্গলের

পিয়ারলেসের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়রথ অব্যাহত

তিন প্রধানের কর্তাদের অনুরোধে সাড়া, সল্টলেকেই ডুরান্ড কাপের সেমি-ফাইনাল, ফাইনালের অনুমতি পুলিশের

Share this article
click me!

Latest Videos

'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
‘আপনার বাড়ির পাশেই জঙ্গি থাকে আপনি জানবেন না’ বিস্ফোরক মন্তব্য Agnimitra Paul-এর, দেখুন
Baghajatin-এ চোখের সামনেই ধসে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট! #shorts #shortsfeed #shortsviral
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly