রবিবার আর্সেনাল-ম্যান ইউ ম্যাচে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে দেওয়া হবে বার্তা

Published : Jan 21, 2023, 11:07 PM IST
Arsenal

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ঘৃণাসূচক বক্তব্য ছড়ানোর বিরুদ্ধে সরব হবেন ফুটবলপ্রেমীরা। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচে দেখা যাবে এই ঘটনা।

রবিবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ম্যাচের সময় ভারতে তৈরি পিক্স স্টোরি অ্যাপ সবার নজর কেড়ে নেবে। এমিরেটস স্টেডিয়ামে যে দর্শকরা হাজির থাকবেন, তাঁরা এই অ্যাপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ট্রোলের বিরুদ্ধে সরব হবেন। এনবিএ তারকা ও পিক্সস্টোরির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ডোয়াইট হাওয়ার্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে বক্তব্য পেশ করবেন। হাওয়ার্ড এ বিষয়ে সচেতনতামূলক প্রচার করবেন। সোশ্যাল মিডিয়ায় ইদানীং ছড়িয়ে পড়ছে পরস্পরকে আক্রমণ, নানা ধরনের আপত্তিকর পোস্ট। এরই বিরুদ্ধে সরব হবে পিক্সস্টোরি। এমিরেটস স্টেডিয়ামে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ পরামর্শদাতা অমিত মিত্তল, সফ্টব্যাঙ্কের চিফ অফ স্টাফ ইয়োসুকে সাসাকি ও কারা সুইনি।

চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার উপরে আর্সেনাল। এবারের প্রিমিয়ার লিগ জেতার দাবিদার এই ক্লাব। সেই কারণেই আর্সেনালের ম্যাচেই সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে প্রচার করা হবে। পিক্সস্টোরির এই সাফল্যের পিছনে অনুরাগীদের উদ্দীপনার আর একটি কারণ কাজ করেছে। সেটি হল, এই অ্যাপ নেটমাধ্যমে ঘৃণাভাষণের বিরুদ্ধে নির্ভয়ে সরব হতে সাহায্য করে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে পিক্সস্টোরির অ্যালগরিদম আপত্তিক মন্তব্য মুছে ফেলে। সোশাল মিডিয়ায় যাতে সৌজন্য বজায় থাকে, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে এই অ্যাপের মাধ্যমে। আর্সেনাল ছাড়াও জুভেন্টাস, পিএসজি -র মহিলা দল পিক্সস্টোরির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সোশ্যাল মিডিয়ায় সৌজন্যের পরিবেশ তৈরি করাই লক্ষ্য। 

কাতার বিশ্বকাপের সময়ে কিলিয়ান এমবাপের বিরুদ্ধে একাধিকবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। ইউরো ২০২২-এর সময় ইংল্যান্ডের মহিলা দলকে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা-বিদ্বেষের শিকার হতে হয়েছে। পরিবেশগত পরিবর্তনের উত্তর হিসেবে যেমন 'ক্লিন এনার্জি' বা দূষণ-বিহীন শক্তি উৎপাদনের কাজ শুরু হয়েছে, তেমনই পরিচ্ছন্ন সোশাল মিডিয়া নির্মাণ করা পিক্সস্টোরির উদ্দেশ্য। অন্তর্জালে ছড়িয়ে থাকা ভেদমূলক মনোবৃত্তির বিষকে দূর করাই এর লক্ষ্য। ১২০টি দেশে ছড়িয়ে থাকা প্রায় ১০ লক্ষ ব্যবহারকারীর কাছে আজ পিক্সস্টোরি নতুন আশার আলো বহন করছে, এক নতুন উপায়ে পারস্পরিক বিশ্বাসের আবহাওয়াকে নির্মাণ করতে চাইছে।

ভারতেও সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অসৌজন্যমূলক পোস্ট দেখা যায়। অনেক সময়ই বিখ্যাত ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েন। এদেশেও পিক্সস্টোরির মতো অ্যাপের প্রয়োজন বলে মনে করেন অনেকে। সৌজন্য বজায় রাখার উপর জোর দেওয়ার পক্ষে সওয়াল করছেন ক্রীড়াপ্রেমীরা।

আরও পড়ুন-

শামি-ওয়াশিংটনের দুর্দান্ত বোলিংয়ের পর রোহিত-শুবমানের ব্যাটিংয়ে সিরিজ ভারতের

অনুশীলনে পরিশ্রমের ফলেই সাফল্য এসেছে, বলছেন ম্যাচের সেরা মহম্মদ শামি

ভারতীয় ক্রিকেটে আরও এক তারকার উত্থান, ২০৮ রানের বিক্রমে শুবমান-এ মোহিত ক্রিকেট দুনিয়া

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল