English Premier League: ৯ জনে খেলে চেলসির কাছে হার, শীর্ষস্থানে ফেরার সুযোগ হারাল টটেনহ্যাম

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় উপরের দিকে আছে টটেনহ্যাম হটস্পার। তবে শীর্ষস্থান খুইয়ে ক্রমশঃ পিছিয়ে পড়ছে স্পারস।

ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজক ম্যাচে চেলসির বিরুদ্ধে ১-৪ গোলে হেরে গেল টটেনহ্যাম হটস্পার। ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করলেও, তারপরেই হারিয়ে গেল স্পারস। ৩৩ মিনিটে লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ান রোমেরো। ৫৫ মিনিটে লাল কার্ড দেখেন ডেস্টিনি উদোজি। ফলে সংযোজিত সময় ধরে দ্বিতীয়ার্ধে ৪৫ মিনিটেরও বেশি ৯ জনে খেলতে হয় টটেনহ্যামকে। সেই কারণেই তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হল না। এই হারের ফলে ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল টটেনহ্যাম। অন্যদিকে, বড় ব্যবধানে জয় পেয়ে ১১ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে উঠে এল চেলসি।

নিকোলাস জ্যাকসনের হ্যাটট্রিক

Latest Videos

এই ম্যাচের ৬ মিনিটে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন দেয়ান কুলসেভস্কি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কোল পামার। ৭৫ মিনিটে নিজের প্রথম এবং চেলসির দ্বিতীয় গোল করেন জ্যাকসন। তিনি সংযোজিত সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান কমান। এরপর সংযোজিত সময়ে সপ্তম মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জ্যাকসন। ৯ জনে হয়ে যাওয়ার পরেও দুর্দান্ত লড়াই চালাচ্ছিল টটেনহ্যাম। কিন্তু শেষদিকে চেলসি আধিপত্য বিস্তার করে। ফলে সংযোজিত সময়ে ম্যাচ থেকে হারিয়ে যায় টটেনহ্যাম।

সংযোজিত সময়ই কাল হল টটেনহ্যামের

দ্বিতীয়ার্ধে ৯ জনে খেলেও গোলের অনেক সুযোগ তৈরি করে টটেনহ্যাম। কিন্তু সমতা ফেরানো সম্ভব হয়নি। রেফারি ৯ মিনিট সংযোজিত সময় দেওয়ায় সমস্যায় পড়ে যায় স্পারস। এই সময়েই ২ গোল করেন জ্যাকসন। এর ফলে বড় ব্যবধানে হারতে হল টটেনহ্যামকে। 

রেফারিং নিয়ে প্রশ্ন

এই ম্যাচে ভিএআর-এর সাহায্য নিয়ে ৪টি গোল বাতিল করেন রেফারি। কিন্তু তারপরেও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, জ্যাকসনের প্রথম গোলের ক্রস বাড়ানোর আগে রাহিম স্টার্লিং অফসাইডে ছিলেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তবে টটেনহ্যামের হারের জন্য রেফারিকে দোষারোপ করা যাবে না।

লুটন টাউনের সঙ্গে ড্র লিভারপুলের

রবিবার ইপিএল-এর ম্যাচে লুটন টাউনের সঙ্গে ১-১ ড্র করেছে লিভারপুল। ৮০ মিনিটে লুটন টাউনকে এগিয়ে দেন তাহিত চং। সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরান লুইস দিয়াজ। ১১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়েছে লিভারপুল। লিগ টেবলে ৩ নম্বরে আছে রেডস। ১১ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে লুটন টাউন। তারা আছে ১৭ নম্বরে। রবিবার ইপিএল-এর অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ হারায় নটিংহ্যাম ফরেস্ট।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

English Premier League: লুটন টাউনের সঙ্গে শেষমুহূর্তের গোলে হার বাঁচাল লিভারপুল

English Premier League: অ্যান্টনি গর্ডনের বিতর্কিত গোল, মরসুমে প্রথম হার আর্সেনালের

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর