English Premier League: উলভসের বিরুদ্ধে হার, ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ নম্বরে চেলসি

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় প্রথম ৫-৬টি দলের মধ্যে যেমন লড়াই চলছে, তেমনই নীচের দিকে থাকা দলগুলির মধ্যেও লড়াই চলছে। প্রতি সপ্তাহেই লিগ টেবলে বদল দেখা যাচ্ছে।

রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে উলভসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১-২ হেরে গেল চেলসি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১ মিনিটে প্রথম গোল করে উলভসকে এগিয়ে দেন মারিও লেমিনা। এরপর সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান ম্যাট ডোহার্টি। শেষমুহূর্তে ব্যবধান কমান ক্রিস্টোফার এনকুনকু। এই হারের ফলে ১৮ ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকল চেলসি। অন্যদিকে, ১৮ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেলেও, গোলপার্থক্যে পিছিয়ে থাকায় ১১ নম্বরে থাকল উলভস। ১২ নম্বরে থাকা বর্নমাউথ ১৭ ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে। ফলে পরের ম্যাচে পয়েন্ট পেলেই চেলসি ও উলভসকে টপকে যাবে বর্নমাউথ।

দলের পারফরম্যান্সে হতাশ চেলসি কোচ

Latest Videos

উলভসের বিরুদ্ধে হারের পর চেলসির প্রধান কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘আমরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছি। কারণ, আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল। আমরা গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারছি না। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, বলও বেশিরভাগ সময় আমাদেরই দখলে ছিল। আমাদের দলের বেশিরভাগ ফুটবলারই তরুণ। ওদের মধ্যে অনেকেই প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে। ওদের এই লিগের সঙ্গে মানিয়ে নিতে হবে। এই ধরনের ম্যাচ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা এখন যে জায়গায় আছি, সেখানে চেলসির থাকার কথা নয়।’

উলভসের গোলদাতারা খুশি

উলভসের হয়ে দ্বিতীয় গোল করা ডোহার্টি বলেছেন, 'আমার গোল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ওরা শেষদিকে গোল করে ফেলে। আমি কেরিয়ারে বারবার ঠিক সময়ে ঠিক জায়গায় থাকি। চেলসির বিরুদ্ধেও সেটাই করেছি।' উলভসের প্রথম গোলদাতা লেমিনা বলেছেন, 'অসাধারণ অনুভূতি হচ্ছে। আমরা দুর্দান্ত সমর্থন পেয়েছি। আমাদের সমর্থকদের সামনে এই পারফরম্যান্স দেখাতে পেরে দলের সবাই খুব খুশি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

English Premier League: লিভারপুলের সঙ্গে ড্র, ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেই আর্সেনাল

Manchester United: প্রিমিয়ার লিগে ফের হার ম্যান ইউয়ের, ক্ষুব্ধ এরিক টেন হ্যাগ

Lionel Messi: মেসিকে নিয়ে তথ্যচিত্র সিরিজ, টিজার প্রকাশ অ্যাপল টিভির

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee