পাখির চোখ ইউরো, ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করলেন নেদারল্যান্ডস কোচ কোম্যান

শুরু হতে চলেছে ইউরোর মহযুদ্ধ। তার আগে বুধবার, ২৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিল নেদারল্যান্ডস ফুটবল দল।

Subhankar Das | Published : May 29, 2024 5:15 PM IST

শুরু হতে চলেছে ইউরোর মহযুদ্ধ। তার আগে বুধবার, ২৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিল নেদারল্যান্ডস ফুটবল দল।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা ইউরো কাপ শুরু হচ্ছে আগামী ১৫ জুন থেকে। এই মেগা ফুটবল প্রতিযোগিতা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। এবার ইউরো কাপের আসর বসবে জার্মানির বুকে। মোট ১০টি স্টেডিয়ামে আসন্ন ইউরোর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

আর সেই ইউরো কাপকে কেন্দ্র করেই এবার ২৬ জনের দল ঘোষণা করল অরেঞ্জ ব্রিগেড। বুধবার চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করেন নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ রোনাল্ড কোম্যান। এই দলে জায়গা হয়নি লেফট-ব্যাক ইয়ান মাতসেনের। যদিও তিনি শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলতে নামবেন।

এবার এক নজরে দেখে নেওয়া যাক নেদারল্যান্ডস দল কেমন হল?

গোলরক্ষকঃ জাস্টিন বিজলো, মার্ক ফ্লেকেন, বার্ট ভারব্রুগেন

ডিফেন্ডার: নাথান অ্যাকে, ডেলি ব্লাইন্ড, স্টেফান ডি ভ্রিজ, লুৎশারেল গিরট্রুইডা, ডেনজিল ডামফ্রিজ, ম্যাথিজ ডি লিগট, জেরেমি ফ্রিম্পং, মিকি ভ্যান ডি ভেন, ভার্জিল ভ্যান ডাইক

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং, রায়ান গ্রেভেনবার্চ, তেউন কুপমেইনার্স, তিজানি রেইজন্ডারস, জের্ডি শউটেন, জাভি সিমন্স, জোই ভিরম্যান, জর্জিনিও উইজনাল্ডাম

ফরোয়ার্ডঃ স্টিভেন বার্গজিন, ব্রায়ান ব্রবে, মেমফিস ডিপে, কোডি গ্যাকপো, ডনিয়েল ম্যালেন, ওয়াউট ওয়েঘহর্স্ট

অন্যদিকে, ইউরো কাপে গ্রুপ-ডি তে রয়েছে নেদারল্যান্ডস ফুটবল দল। এই গ্রুপের অন্য দলগুলি হল পোল্যান্ড, অস্ট্রিয়া এবং ফ্রান্স। সুতরাং, বোঝাই যাচ্ছে যে বেশ কঠিন গ্রুপে রয়েছে কোম্যানের ছেলেরা।

আসন্ন প্রতিযোগিতায় আগামী ১৬ জুন রবিবার, পোল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে তারা। খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যে ৬.৩০ মিনিটে। তাদের দ্বিতীয় ম্যাচ ২২ জুন শনিবার, ফ্রান্সের বিরুদ্ধে। সেই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে। আর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি নেদারল্যান্ডস খেলতে নামবে আগামী ২৫ জুন মঙ্গলবার, অস্ট্রিয়ার বিরুদ্ধে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article

Latest Videos

click me!

Latest Videos

Barasat News Today : মাষ্টারমাইন্ড! ভাইপো খুনে গ্রেফতার জেঠু আঞ্জিব! পুনর্নির্মাণ বারাসাত পুলিশের
MD Selim CPIM | ভোট প্রচারে TMC-এর বিরুদ্ধে বিস্ফোরক সেলিম, কি বললেন!
Narendra Modi on Congress | লোকসভার প্রথম অধিবেশনেই কংগ্রেসকে আক্রমণ মোদীর, দেখুন কী বললেন
Narendra Modi | 'সবাইকে সঙ্গে নিয়ে সংবিধান অনুযায়ী চলতে চাই' মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Crocodile Attack in Sundarban | আবারও সুন্দরবনের লোকালয়ে কুমির, চাঞ্চল্য এলাকাজুড়ে