Hansi Flick: জাভি হার্নান্ডেজের পরিবর্তে বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক

নতুন মরসুমে বার্সেলোনা দলে একাধিক গুরুত্বপূর্ণ বদল দেখা যেতে পারে। চলতি মরসুম শেষ হওয়ার আগেই কোচ বদল করে সেই ইঙ্গিত দিয়েছে বার্সা ম্যানেজমেন্ট।

Soumya Gangully | Published : May 29, 2024 3:05 PM IST / Updated: May 29 2024, 09:51 PM IST

প্রত্যাশামতোই বার্সেলোনার নতুন কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের নাম ঘোষণা করা হল। জাভি হার্নান্ডেজের পরিবর্তে জার্মানির জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচকে বার্সার দায়িত্ব দেওয়া হল। বুধবার বার্সেলোনার নতুন কোচ হিসেবে ফ্লিকের নাম ঘোষণা করা হয়েছে। জাভির বিদায়ের কথা ঘোষণার সময়ই ফ্লিককে নতুন কোচ করার ইঙ্গিত দিয়েছিল বার্সা ম্যানেজমেন্ট। এবার সেটা সরকারিভাবে ঘোষণা করা হল। ২০২৩ সালের সেপ্টেম্বের জার্মানির জাতীয় দলের কোচের পদ থেকে ফ্লিককে বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি দলহীন অবস্থায় ছিলেন। এবার তাঁকে নতুন দায়িত্ব দিল বার্সা।

ফ্লিকের প্রশংসায় বার্সা

Latest Videos

নতুন কোচ হিসেবে ফ্লিকের নাম ঘোষণার সময় তাঁর প্রশংসা করেছে বার্সা ম্যানেজমেন্ট। বলা হয়েছে, তাঁর কোচিংয়ে দল হাই-প্রেসিং ফুটবল খেলে, দারুণ লড়াই করে, সাহসী ফুটবল খেলে। ক্লাব দলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও কোচ হিসেবে অভিজ্ঞতা রয়েছে ফ্লিকের। তিনি ক্লাব ও আন্তর্জাতিক স্তরে সাফল্যও পেয়েছেন। এই কারণে তিনি বার্সাকেও সাফল্য এনে দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা এমন একজন মানুষকে বেছে নিয়েছি যিনি দলকে হাই-প্রেসিং, প্রচণ্ড লড়াকু ও সাহসী ফুটবল খেলান। যা তাঁকে ক্লাব ও আন্তর্জাতিক স্তরে সাফল্য এনে দিয়েছে। তিনি বিশ্ব ফুটবলে অনেক সাফল্য পেয়েছেন।’

 

 

ফ্লিকের কোচিংয়েই বার্সাকে ৮ গোল বায়ার্নের

২০১৯-২০ মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি, লুই সুয়ারেজ-সমৃদ্ধ বার্সেলোনাকে ৮-২ উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। সেই সময় বায়ার্নের কোচ ছিলেন ফ্লিক। তাঁর কোচিংয়ে অসামান্য সাফল্য পায় বায়ার্ন। বুন্দেশলিগা, জার্মান কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় জার্মানির ক্লাবটি। এই কারণেই ফ্লিকের উপর ভরসা করছে বার্সা।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অবাক ফুটবলপ্রেমীরা, ইউরোর আগেই অবসর ঘোষণা করলেন এই জার্মান মিডফিল্ডার

বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন 'সিআর৭', সৌদি আরবে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো

ইউরোর লড়াই জমজমাট, কোন দল রয়েছে কোন গ্রুপে? একঝলকে দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু