ISL: আইএসএল-এর শুরুতেই বেকায়দায় কলকাতার তিন প্রধান, লড়াই জমাতে পারবে তারা?

আইএসএল-এর (Indian Super League 2024-25) শুরু থেকেই বেশ নড়বড়ে কলকাতার তিন প্রধান। জয়ে ফিরতে গেলে লড়তে হবে অনেকটাই।

Subhankar Das | Published : Sep 21, 2024 8:11 AM IST
110
প্রথম ম্যাচেই ড্র

মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে মোহনবাগান (Mohun Bagan)।

210
হার দিয়ে শুরু

অন্যদিকে, বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে ১-০ গোলে হার দিয়ে নিজেদের আইএসএল যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)।

310
প্রথম বছরের আইএসএলে (ISL) লড়াই করে হার

এই প্রথমবার আইএসএল-এর মঞ্চে খেলছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দল। নিজেদের প্রথম খেলায় লড়াই করেও পরাজিত হয়েছে তারা। নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) বিরুদ্ধে ১-০ গোলে হার।

410
তবে মোহনবাগান কোচ জোসে মোলিনা (Jose Molina) আশাবাদী

প্রথম ম্যাচ ড্র এবং তারপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর (ACL 2) খেলায় রভশন এফসির বিরুদ্ধেও ড্র করে সবুজ মেরুন ব্রিগেড। সেই খেলার ফলাফল ছিল গোলশূন্য। দলের হেডকোচ জানাচ্ছেন, “আমাদের সামনে এখন পরপর আইএসএল-এর ম্যাচ। সেদিকে নজর দিতে চাই।”

510
মোহনবাগানের পরবর্তী ম্যাচ আগামী ২৩ সেপ্টেম্বর, সোমবার

প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। খেলা শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

610
ওদিকে প্রথম ম্যাচে পরাজিত হলেও হাল ছাড়ছেন না কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)

ইস্টবেঙ্গল কোচ বলছেন, “ছেলেরা দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি। তবে ওরা যতটা পেরেছে, জায়গা তৈরি করে তা কাজে লাগানোর চেষ্টা করেছে। যা দলের পক্ষে একটা একটা ভালো ইঙ্গিত।”

710
পরের খেলা কবে?

লাল হলুদের পরবর্তী ম্যাচ আগামী ২২ সেপ্টেম্বর রবিবার, কেরালা ব্লাস্টার্স-এর বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে ৭.৩০ মিনিটে, কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে।

810
নর্থ ইস্টের বিরুদ্ধে হারলেও আত্মবিশ্বাসী মহামেডান

এই প্রথম আইএসএল-এর মঞ্চে তারা। দলের কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov) জানিয়েছেন, “আই লিগ এবং আইএসএল সম্পূর্ণ আলাদা। সবে একটা মাত্র ম্যাচ আমরা খেলেছি। এবার আসতে আসতে নিজেদের আরও উন্নত করতে হবে। ছেলেরা আত্মবিশ্বাসী ভালো ফুটবল খেলার বিষয়ে।”

910
এবার সাদাকালো ব্রিগেডের প্রতিপক্ষ কে?

এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যে ৭.৩০ মিনিটে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে তারা।

1010
সবমিলিয়ে, জমে উঠেছে আইএসএল

ভারতের অন্যতম সেরা মেগা ফুটবল লিগ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos