FA Cup Arsenal Vs Liverpool: ২৩ বছর পর এফএ কাপে আর্সেনালের বিরুদ্ধে জয় লিভারপুলের

ইংল্যান্ডের ফুটবলে লিভারপুল-আর্সেনালের লড়াই নতুন নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইংলিশ লিগ কাপের মতো টুর্নামেন্টগুলিতে লিভারপুল-আর্সেনালের লড়াই দেখা যায়।

রবিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্সেনালকে ২-০ হারিয়ে দিল লিভারপুল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হেরে গেল আর্সেনাল। ২০০১ সালে শেষবার এফএ কাপে আর্সেনালের বিরুদ্ধে জয় পেয়েছিল লিভারপুল। ২৩ বছর পর ফের জয় এল। রবিবার প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৮০ মিনিটে পোল্যান্ডের ডিফেন্ডার জাকুব কিউইয়রের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান লুইস দিয়াজ। চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। ৪ নম্বরে আছে আর্সেনাল। রবিবারের ম্যাচেও ২ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের পার্থক্য স্পষ্ট হয়ে গেল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় ছিনিয়ে নিল লিভারপুল।

আর্সেনালকে হারিয়ে উচ্ছ্বসিত লিভারপুলের অধিনায়ক

Latest Videos

রবিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে হারানোর পর লিভারপুলের অধিনায়ক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বলেছেন, ‘আজকের ম্যাচে আমাদের দলের অনেক ফুটবলারই খেলতে পারেনি। তা সত্ত্বেও আমরা জয় পেলাম। আমাদের কাছে এটা বিশাল সাফল্য। প্রথমার্ধের বিরতির পর আমরা খেলার ধারা বদলে ফেলি। এর ফলে দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করি। প্রথমার্ধে আমরা মাঝেমধ্যে গাফিলতির পরিচয় দিয়েছি। আমরা রক্ষণে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলাম না। আমাদের ভুলেই ওরা সুযোগ পেয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা হার্ভে, ডারউইন, লুচোর মতো ফুটবলারকে ভালোভাবে ব্যবহার করি। ডারউইন উইংয়ে সরে যায়। লুচো পিছন থেকে খেলা শুরু করে। ডারউইনের গতি পার্থক্য গড়ে দেয়। প্রথম গোলের সময় ফ্রি-কিক থেকে এমন জায়গায় বল যায়, ওদের ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে পারেনি। ২ বার আমাদের আক্রমণ বারে লেগে ফিরে আসে। ফলে আমরাও সুযোগ পেয়েছি। ম্যাচের শেষদিকে আমরা ওদের পিছনে ফেলে দিই।’

ঘরের মাঠে আর্সেনালের হতাশাজনক পারফরম্যান্স

ইংলিশ প্রিমিয়ার লিগে হঠাৎই ফর্ম হারিয়েছে আর্সেনাল। এবার এফএ কাপেও হতাশাজনক পারফরম্যান্স দেখাল গানার্সরা। ঘরের মাঠে এই হারে হতাশ আর্সেনাল শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mario Zagallo: কোচ-ফুটবলার হিসেবে ৪ বার জিতেছেন বিশ্বকাপ, প্রয়াত মারিও জাগালো

Diego Maradona: প্রয়াত হওয়ার ৩ বছর পর করফাঁকির অভিযোগ থেকে মুক্তি দিয়েগো মারাদোনার

Lionel Messi: ১৩ বছর পর ফের কলকাতায় আসবেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া?

Share this article
click me!

Latest Videos

প্রসূতি মৃত্যুর ঘটনায় Medinipur মেডিক্যাল কলেজ পরিদর্শনে June Malia, দেখুন কী বললেন
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly
Asianet News Bangla Live Stream
Live : MahaKumbh 2025 | শুরু মহাকুম্ভ ২০২৫, শুরু পুণ্য স্নান, দেখুন সরাসরি | Makar Sankranti