Luis Diaz: কলম্বিয়ায় গেরিলাদের কবল থেকে মুক্তি পেলেন লুইস দিয়াজের বাবা

কলম্বিয়ায় ড্রাগ মাফিয়া, দুষ্কৃতী, জঙ্গিগোষ্ঠীর দাপট নতুন কিছু নয়। জাতীয় দলের ফুটবলাররাও একাধিকবার মাফিয়াদের শিকার হয়েছেন। ফের একই ঘটনায় কলম্বিয়ার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

ফুটবলার লুইস দিয়াজের বাবাকে ছেড়ে দিল কলম্বিয়ার গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি। ১৩ দিন গেরিলা গোষ্ঠীর কবলে থাকার পর ছাড়া পেলেন লুইস ম্যানুয়েল দিয়াজ। তাঁকে অপহরণ করে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি পেট্রোল স্টেশন থেকে অপহরণ করে গেরিলারা। দিয়াজের মাকেও অপহরণ করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু এতদিন দিয়াজের বাবাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। শেষপর্যন্ত বৃহস্পতিবার তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। এই খবরে দিয়াজ যেমন স্বস্তিতে, তেমনই খুশি সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

কলম্বিয়ায় গেরিলাদের দাপট

Latest Videos

২৮ অক্টোবর কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে লা গুয়াহিরা প্রদেশের ব্যারানকাস শহরে একটি পেট্রোল স্টেশন থেকে দিয়াজের বাবা-মাকে অপহরণ করে নিয়ে যায় মোটরবাইকে চড়ে আসা গেরিলারা। এই অপহরণের খবর পেয়েই তৎপর হয় পুলিশ। সব রাস্তায় নজরদারি শুরু হয়। এর ফলে দিয়াজের মা সিলেনিস মারুলান্দাকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু দিয়াজের বাবাকে অপহরণকারীরা কোথায় রেখেছে সেটা জানা যাচ্ছিল না। ফলে উদ্বেগ তৈরি হয়। গেরিলা গোষ্ঠীর সঙ্গে সরকারের হয়ে আলোচনা করে শান্তি ফেরানোর ব্যবস্থা করার দায়িত্বে থাকা অটি প্যাটিনো বলেন, 'লুইস ম্যানুয়েল দিয়াজকে অবিলম্বে মুক্তি দিতে হবে ন্যাশনাল লিবারেশন আর্মিকে। কিছু হলে তারাই দায়ী থাকবে।' বাবাকে ছেড়ে দেওয়ার জন্য গেরিলা গোষ্ঠীর কাছে অনুরোধ জানান দিয়াজ। তাঁর মা, কাকা-সহ পরিবারের সদস্যরা মিছিলও করেন। কলম্বিয়ার ফুটবল মহল এই ঘটনায় সরব হয়। সারা বিশ্বে কলম্বিয়ার ভাবমূর্তির ক্ষতি হচ্ছে দেখে তৎপর হয় সরকার। দিয়াজের বাবাকে ভেনেজুয়েলায় নিয়ে যাওয়া হয়েছে বলে সন্দেহ করে পুলিশ। তাঁর সন্ধান দিতে পারলে ৪৮,০০০ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। শেষপর্যন্ত দিয়াজের বাবাকে অপহরণকারীদের কবল থেকে ছাড়িয়ে আনা সম্ভব হল।

 

 

বাবা ছাড়া পাওয়ায় খুশি দিয়াজ

পারিবারিক সঙ্কট সত্ত্বেও লিভারপুলের হয়ে খেলতে ব্যস্ত থাকায় দেশে ফিরতে পারেননি দিয়াজ। গোল করে তিনি বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি জানান। সোশ্যাল মিডিয়া পোস্টেও একই আবেদন জানান এই ফুটবলার। লিভারপুল ও জাতীয় দলের সতীর্থরা দিয়াজের পাশে দাঁড়ান। কলম্বিয়া ফুটবল ফেডারেশনও সরকারের কাছে দিয়াজের বাবাকে গেরিলাদের কবলমুক্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়। বৃহস্পতিবার সবার চেষ্টা সফল হল।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় রিয়াল মাদ্রিদের, ফের হার ম্যান ইউয়ের

Neymar Junior: নেইমারের বান্ধবী, সদ্যোজাত সন্তানকে অপহরণের চেষ্টা

Share this article
click me!

Latest Videos

'পাপ দূর হয়েছে, হলদিয়ার BJP কর্মীরা আজ খুশি' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
‘Mamata Banerjee কারোর নয় ভোটের জন্য Hindu-Muslim করেন’ চরম তুলোধোনা Adhir Ranjan Chowdhury-র
Shankar Ghosh : বিধানসভার বাইরে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শঙ্কর ঘোষ, দেখুন কী বলছেন তিনি
‘পিতৃপরিচয় সঠিক থাকলে আমাকে ছুঁয়ে দেখাক!’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ Humayun Kabir-কে
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের