Dani Alves: বিশ্বের বিভিন্ন দেশে তারকা খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তেমনই একজন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ড্যানি আলভেজ। তবে তিনি এবার স্বস্তি পেলেন।
Dani Alves Rape Conviction Overturned: ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেও, এবার বেকসুর খালাস পেলেন ব্রাজিল ও বার্সেলোনার প্রাক্তন ফুটবলার ড্যানি আলভেজ। কাতালুনিয়ার হাইকোর্ট অফ জাস্টিস এই প্রাক্তন ফুটবলারকে রেহাই দিয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাড়ে চার বছরের কারাদণ্ড হয় আলভেজের। এই শাস্তির বিরুদ্ধে তিনি আবেদন জানান। ৪১ বছর বয়সি এই প্রাক্তন ফুটবলার দাবি করেন, তিনি জোর করে যৌন সংসর্গ করেননি। শুক্রবার কাতালুনিয়ার হাইকোর্ট অফ জাস্টিস বলেছে, আলভেজের বিরুদ্ধে মামলা সঙ্গতিপূর্ণ নয়। অনেক পরস্পর-বিরোধী তথ্য ও যুক্তি রয়েছে। এই কারণেই তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হল। আদালত এই রায় দেওয়ার পর খুশি আলভেজ। তিনি এবার কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা করছেন।
আলভেজের বিরুদ্ধে কী অভিযোগ ছিল?
২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইটক্লাবে সেই সময় ২৩ বছর বয়সি এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। ওই যুবতী অভিযোগ করেন, নাইটক্লাবে শৌচাগারে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন এই ফুটবলার। আলভেজের আইনজীবী দাবি করেন, যৌথ সম্মতিতেই যৌন সংসর্গ হয়েছিল। তবে অভিযোগকারী যুবতী দাবি করেন, তাঁকে জোর করে শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আলভেজ। এই যুবতীর এক বন্ধুও সাক্ষ্য দেন। তিনি জানান, ওই নাইটক্লাবের ছোট শৌচাগার থেকে বেরিয়ে এসে কাঁদছিলেন ওই যুবতী। এই সাক্ষ্যের ভিত্তিতেই আলভেজকে দোষী সাব্যস্ত করে আদালত। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই প্রাক্তন ফুটবলারের সাজা ঘোষণা করে আদালত। তবে উচ্চ আদালত রায় দিল, সেই সাজা ঘোষণা ঠিক ছিল না।
জামিন পেয়েছেন আলভেজ
এ মাসেই জামিনে ছাড়া পেয়েছেন আলভেজ। এবার আদালত তাঁকে বেকসুর খালাস করে দিল। ফলে এই প্রাক্তন ফুটবলারকে কারাগারে ফিরতে হচ্ছে না। তিনি এবার সসম্মানে বাঁচতে পারবেন। তবে আর হয়তো খেলায় ফিরতে পারবেন না এই রাইট ব্যাক। তিনি কোচিং করাতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।