জাতীয় শিবিরে ভারতীয় পাসপোর্টধারী রায়ান উইলিয়ামস, অবনীত ভারতী, নতুন পথে ভারতীয় ফুটবল

Published : Nov 06, 2025, 03:18 PM IST
Ryan Williams

সংক্ষিপ্ত

Indian Football: সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) কার্যকলাপ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে দীর্ঘদিনের দাবি মেনে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় শিবিরে ডেকে ফুটবলপ্রেমীদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করছে ফেডারেশন।

DID YOU KNOW ?
ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার
ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার অবনীত ভারতী ও রায়ান উইলিয়ামস ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে চলেছে।

All India Football Federation: হামজা চৌধুরীর (Hamza Choudhury) পাল্টা রায়ান উইলিয়ামস (Ryan Williams) ও অবনীত ভারতী (Abneet Bharti)। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে (AFC Asian Cup qualifier) বাংলাদেশের (Bangladesh) মুখোমুখি হওয়ার আগে ভারতীয় পাসপোর্টধারী বিদেশে জন্মানো দুই ফুটবলারকে জাতীয় শিবিরে ডাকল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ১৮ নভেম্বর ঢাকায় (Dhaka) বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচে খেলতে পারেন ২৭ বছর বয়সি ডিফেন্ডার অবনীত এবং ৩১ বছর বয়সি উইঙ্গার উইলিয়ামস। নেপালের (Nepal) রাজধানী কাঠমাণ্ডুতে (Kathmandu) জন্ম অবনীতের। তিনি এখন বলিভিয়ার (Bolivia) লিগের প্রথম ডিভিশনের দল অ্যাকাডেমিয়া ডেল ব্যালোম্পি বলিভিয়ানোর (Academia del Balompie Boliviano) হয়ে খেলছেন। ছয় ফুট এক ইঞ্চি উচ্চতার এই সেন্টার ব্যাক ভারতীয় দলের হয়ে খেললে রক্ষণভাগের ভরসা হয়ে উঠতে পারেন। অস্ট্রেলিয়ার (Australia) পারথে (Perth) জন্মানো উইলিয়ামস ২০২৩ থেকে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) হয়ে খেলছেন। সম্প্রতি তিনি ভারতীয় পাসপোর্ট পেয়েছেন। এই কারণেই তাঁকে জাতীয় শিবিরে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার শুরু জাতীয় শিবির

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে জাতীয় শিবির শুরু করেছেন ভারতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil)। বুধবার যখন জাতীয় শিবিরে ডাক পাওয়া ফুটবলারদের নামের তালিকা প্রকাশ করা হয়, তখন সেখানে অবনীত ও উইলিয়ামসের নাম ছিল না। বৃহস্পতিবার জানা গেল এই দুই ফুটবলারকে জাতীয় শিবিরে ডাকা হয়েছে। এ বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) জানিয়েছেন, ‘আমরা ব্রাজিলে ভারতীয় দূতাবাসের মারফত অবনীত ভারতীর কথা জানতে পারি। ও অত্যন্ত প্রতিভাবান ডিফেন্ডার। রায়ান উইলিয়ামসের বিষয়ে আমাদের ধৈর্য ধরে থাকতে হয়েছে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Manshuk Mandaviya) ও তাঁর মন্ত্রককে কৃতিত্ব দিতে হবে। ওঁরা অনেক সাহায্য করেছেন। এই দুই ফুটবলার যদি জাতীয় শিবিরে প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে ওরা ঢাকায় খেলতে যাবে।’

উইলিয়ামসও ভারতীয় বংশোদ্ভূত

অবনীত যেমন ভারতীয় বংশোদ্ভূত, তেমনই উইলিয়ামসের সঙ্গেও এদেশের যোগাযোগ রয়েছে। তাঁর মা মুম্বইয়ের (Mumbai) এক অ্যাংলো-ইন্ডিয়ান (Anglo-Indian) পরিবারে জন্মগ্রহণ করেন। অনেকদিন ধরেই ভারতীয় দলের হয়ে খেলতে চাইছিলেন উইলিয়ামস। এবার তাঁর সেই ইচ্ছাপূরণ হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারতীয় ফুটবল দলে ২ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে ভারতীয় ফুটবল দলে ২ ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারকে ডাকা হল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?