Lionel Messi: ক্লাব বিশ্বকাপে পিএসজি-র বিরুদ্ধে খেলতে নামছেন মেসি, কীভাবে দেখা যাবে ম্যাচ?

Published : Jun 29, 2025, 11:27 AM ISTUpdated : Jun 29, 2025, 11:35 AM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

FIFA Club World Cup 2025: ২০২২ সালে আর্জেন্টিনাকে (Argentina) বিশ্বকাপ (FIFA World Cup 2022) চ্যাম্পিয়ন করেছেন। এবার ইন্টার মায়ামিকে (Inter Miami) ক্লাব বিশ্বকাপ জেতানোর লক্ষ্যে লড়াই করছেন লিওনেল মেসি (Lionel Messi)।

Inter Miami vs PSG: রবিবার ক্লাব বিশ্বকাপের (IFA Club World Cup 2025) প্রি-কোয়ার্টার ফাইনালে পুরনো দল পিএসজি-র (Paris Saint-Germain) মুখোমুখি হচ্ছেন ইন্টার মায়ামির (Inter Miami) প্রধান ভরসা লিওনেল মেসি (Lionel Messi)। বার্সেলোনা (Barcelona) ছেড়ে প্যারিসে পাড়ি জমানোর পর সেভাবে সাফল্য পাননি মেসি। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও নেইমারের (Neymar) সঙ্গে মেসির জুটি সেভাবে জমে ওঠেনি। এরপর ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেজর লিগ সকারের (Major League Soccer) এই ক্লাবকে সাফল্য এনে দিচ্ছেন মেসি। তাঁর নেতৃত্বে ক্লাব বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ইন্টার মায়ামি। গ্রুপ লিগের বাধা টপকানোর পর এবার নক-আউট পর্যায়ের লড়াই। পুরনো দলকে হারিয়ে ইন্টার মায়ামিকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেওয়াই মেসির লক্ষ্য।

ভারতে কখন, কীভাবে দেখা যাবে মেসিদের ম্যাচ?

রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচ। এই ম্যাচ হবে জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে। ভারতে মেসির অনুরাগীরাও এই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায়। ভারতে অবশ্য কোনও টেলিভিশন চ্যানেলে ক্লাব বিশ্বকাপের ম্যাচ দেখানো হচ্ছে না। তবে বিকল্প ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। এর জন্য DAZN অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে। সেখানে বিনামূল্যেই দেখা যাবে ম্যাচ।

পুরনো দলের বিরুদ্ধে হিসেব মেটাতে পারবেন মেসি?

পিএসজি ছাড়ার পর এক সাক্ষাৎকারে মেসি জানান, প্যারিসে কোনওদিনই মন বসেনি। যেখানে থাকতেন, সেখানে প্রতিবেশীরা বিরক্ত করতেন। ইন্টার মায়ামিতে তিনি সবচেয়ে বড় তারকা। মেসি যোগ দেওয়ার আগে এই দল কোনও ট্রফি জিততে পারেনি। প্রথম সাফল্যের স্বাদ এনে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। মেজর লিগ সকারে এখনও সাফল্য না পেলেও, ক্লাব বিশ্বকাপে দলকে স্বপ্ন দেখাচ্ছেন মেসি। তাঁর পুরনো দল সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)। পিএসজি-র প্রধান কোচ লুইস এনরিকে (Luis Enrique) একসময় বার্সেলোনায় মেসিদের দায়িত্বে ছিলেন। রবিবারের ম্যাচ মেসির কাছে আবেগের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?