
Slovenian Club Sacked Nigerian Footballer: ক্লাব প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। এর ফলে অন্তঃসত্ত্বা (Pregnant) হয়ে পড়েন ওই তরুণী। সে কথা জানতে পেরেই মেয়ের প্রেমিক নাইজেরিয়ান ফুটবলারকে (Nigerian Footballer) ছাঁটাই করেন ক্লাবের প্রেসিডেন্ট। এই ঘটনা ঘটে ২০১৯ সালে। নাইজেরিয়ার ওই ফুটবলার স্লোভেনিয়ার (Slovenia) দ্বিতীয় ডিভিশনের এক ক্লাবে সই করেন। তাঁর এই ক্লাবের হয়ে দীর্ঘদিন ধরে খেলার কথা ছিল। কিন্তু মাঠের বাইরের ঘটনার জন্য এই ফুটবলারকে ছাঁটাই করে দেওয়া হয়। এভাবে একজন ফুটবলারকে ছাঁটাই করা যায় কি না, সেই প্রশ্ন ওঠে। ওই ফুটবলার ক্লাবের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার দ্বারস্থ হওয়ার কথা জানান। তবে পরবর্তীকালে কী হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ওই ফুটবলার জানান, ‘ক্লাবের সঙ্গে আমার তিন বছরের চুক্তি হয়েছিল। চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করার সুযোগ ছিল। কিন্তু আমার বান্ধবী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই সমস্যা তৈরি হয়। ও ক্লাব প্রেসিডেন্টের মেয়ে। ক্লাব সে কথা জানতে পারে। আমাকে এক বৈঠকে ডাকা হয়। আমি সেই বৈঠকে গিয়ে জানাই, বান্ধবীর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য দায়ী। ক্লাবের পক্ষ থেকে আমাকে বলা হয়, বাড়িতে থাকতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাবে আসা চলবে না। এক সপ্তাহ পর আমাকে অফিসে ডেকে পাঠানো হয়। তারপর বলা হয়, আমার এজেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে, খারাপ আচরণ ও শৃঙ্খলাভঙ্গের জন্য আমার সঙ্গে ক্লাবের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। আমি এই ঘটনায় অবাক হয়ে যাই। আমি ৬ মাস আগে এই ক্লাবে যোগ দিই। এরই মধ্যে আমাকে এভাবে বরখাস্ত করা হল।’
নাইজেরিয়ার এই ফুটবলার আরও জানান, 'আমার বান্ধবী ও সন্তানের কী হবে জানি না। আমি নাইজেরিয়ায় ফিরে এসেছি। ওরা আমার বান্ধবীকে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে ব্লক করতে বাধ্য করেছে। ফলে আমি ওর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমার বান্ধবী প্রাপ্তবয়স্ক। আমরা একে অপরকে ভালোবাসি। আমরা দু'জনেই সন্তান নিতে ইচ্ছুক। কিন্তু আমাদের আলাদা করে দেওয়া হল।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।