East Bengal FC: মেজারার্সকে মেপে ৭ গোল, বড় জয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের

Published : Jun 27, 2025, 05:47 PM ISTUpdated : Jun 27, 2025, 05:52 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

Calcutta Football League: এশিয়ার প্রাচীনতম ফুটবল লিগ কলকাতা ফুটবল লিগে সফলতম ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal)। এবারের কলকাতা লিগের প্রথম ম্যাচে চ্যাম্পিয়নের মতোই খেলল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল বিনো জর্জের (Bino George) দল।

East Bengal FC vs Measurers Club: দীর্ঘদিন পর কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) সর্বোচ্চ পর্যায়ে ইস্টবেঙ্গলের (East Bengal FC) মুখোমুখি হয়ে বিধ্বস্ত হল মেজারার্স ক্লাব (Measurers Club)। শুক্রবার রথযাত্রার (Rath Yatra 2025) বিকেলে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে (Naihati Bankimanjali Stadium) মেজারার্স ক্লাবকে গুঁড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। গতবারের কলকাতা ফুটবল লিগ যেখানে শেষ করেছিল, এবার ঠিক সেখান থেকেই শুরু করল বিনো জর্জের (Bino George) দল। জোড়া গোল করলেন গতবারের সর্বাধিক গোলদাতা জেসিন টি কে (Jesin TK)। এছাড়া গোল করলেন সন্তোষ ট্রফি (Santosh Trophy) চ্যাম্পিয়ন বাংলা দলের তারকা মনোতোষ মাজি (Monotos Maji), লাল-হলুদের তরুণ তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় (Sayan Banerjee), ভ্যানলালপেকা গুইতে (Vanlalpeka Guite), তন্ময় দাস (Tanmay Das) ও সুমন দে (Suman Dey)। মেজারার্স ক্লাবের হয়ে সান্ত্বনা গোল করেন পরিবর্ত অ্যান্ডি জাখারি (Andy Zakhary)।

৬ জন মিলে ৭ গোল ইস্টবেঙ্গলের

ধারে-ভারে মেজারার্স ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের কোনও তুলনা চলে না। দুই তাঁবুর ভৌগলিক দূরত্ব বেশি না হলেও, সাফল্যের বিচারে অনেক মাইল এগিয়ে লাল-হলুদ। শুক্রবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে সেই পার্থক্য বোঝা গেল। প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে আরও চার গোল হল। ২৩ মিনিটে প্রথম গোল করেন মনোতোষ। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান সায়ন। ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন গুইতে। ৪৮ মিনিটে চতুর্থ গোল করেন তন্ময়। ৬৪ ও ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান জেসিন। ৬৯ মিনিটে মেজারার্সের হয়ে ব্যবধান কমান অ্যান্ডি। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে লাল-হলুদের হয়ে সপ্তম গোল করেন সুমন।

সম্প্রচার নিয়ে জটিলতা

এবারের কলকাতা ফুটবল লিগ সম্প্রচার হচ্ছে এক মোবাইল অ্যাপে। সব ম্যাচ দেখার জন্য এই অ্যাপে ৫০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে। কিন্তু তারপরেও শুক্রবার অনেকেই ম্যাচ দেখতে পাননি বলে অভিযোগ। তবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এক ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়। সেই ইউটিউব চ্যানেলে ভালোভাবেই দেখা যায় ম্যাচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে