ফিফা র‍্যাঙ্কিং: বাংলাদেশের কাছে হারের জেরে এক দশকে সবচেয়ে খারাপ অবস্থানে ভারতীয় দল

Published : Nov 20, 2025, 08:16 PM IST
Indian football team

সংক্ষিপ্ত

Indian Football Team: আইএসএল (Indian Super League) শুরু হওয়ার পর ভারতীয় ফুটবলের উন্নতির স্বপ্ন দেখানো হয়েছিল। কিন্তু এবার যখন আইএসএল অনিশ্চিত, তখন ভারতের জাতীয় ফুটবল দলও ক্রমশঃ পিছিয়ে পড়ছে।

DID YOU KNOW ?
৪০ ধাপ পিছিয়ে গেল ভারত
২০২৩ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিংয়ে ৪০ ধাপ পিছিয়ে গিয়েছে ভারতীয় দল।

All India Football Federation: দুর্দমনীয় গতিতে পিছনের দিকে এগিয়ে চলেছে ভারতের জাতীয় পুরুষ ফুটবল দল (India national football team)। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে নেমে গিয়েছে খালিদ জামিলের (Khalid Jamil) দল। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বে (AFC Asian Cup 2027 qualifiers) বাংলাদেশের (Bangladesh) কাছে হারের পরেই ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ল ভারতীয় দল। ঢাকায় (Dhaka) এই ম্যাচে ০-১ হেরে গিয়েছে ভারতীয় দল। দুই দশকেরও বেশি সময় পরে পুরুষদের ফুটবলে সিনিয়র পর্যায়ে বাংলাদেশের কাছে হেরে গেল ভারতীয় দল। কেউই ভাবতে পারেননি, এই ম্যাচেও হেরে যাবে ভারতীয় দল। কিন্তু খালিদের কোচিংয়ে সেই অভাবনীয় ফলই হল। কোচ বদলের পর আশা তৈরি হয়েছিল, ভারতীয় ফুটবলের হয়তো উন্নতি হবে। কিন্তু ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। উল্টে পিছিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল।

৪০ ধাপ পিছিয়ে গেল ভারত!

২০২৭ সালে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে পাঁচ ম্যাচ খেলে জয় পায়নি ভারতীয় দল। গত মাসে গোয়ায় (Goa) সিঙ্গাপুরের (Singapore) কাছে হারের সুবাদে সরকারিভাবে এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের আশা শেষ হয়ে যায়। তারপর বাংলাদেশের কাছে হেরে লজ্জায় ডুবে গেল ভারতীয় ফুটবল। বুড়িগঙ্গায় ভারতীয় ফুটবলের সম্মান বিসর্জন দেওয়া হল। ২০২৩ সালের ডিসেম্বরে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০২ নম্বরে ছিল ভারতের পুরুষ ফুটবল দল। তারপর প্রায় দু'বছর কেটে গিয়েছে। এই সময়ের মধ্যে ৪০ ধাপ পিছিয়ে পড়েছে ভারতের পুরুষ ফুটবল দল।

পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল

১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯৪ নম্বরে ছিল ভারতীয় দল। সেটাই এখনও পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থান। ২০১৬ সালের অক্টোবরে ১৪৮ নম্বরে ছিল ভারতীয় দল। এবার সেদিকেই এগিয়ে চলেছে খালিদের দল। এশিয়ার ৪৬ দেশের মধ্যে ২৭ নম্বরে ভারত। আপাতত উন্নতির আশা দেখা যাচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪২
ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে নেমে গেল ভারতীয় দল।
সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪২ নম্বরে নেমে গেল ভারতের পুরুষ ফুটবল দল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?