বিশ্বকাপের ফাইনালে কি মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ঐতিহাসিক এই ম্যাচের বাস্তবায়নের সম্ভাবনা কতটা? দেখে নিন

বিশ্বকাপের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কি থাকছে? এই ঐতিহাসিক ম্যাচের বাস্তবায়নের জন্য কোন অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে?

২০২২ সালের বিশ্বকাপে কি মুখোমুখি হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনা? ঐতিহাসিক এই ম্যচের সাক্ষী হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? ইতিমধ্যেই গ্রুপ পর্বের খেলা শেষ করে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সেরা ১৬টি দল। শেষ ষোলোর লড়াইয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুত সবকটি দল।প্রত্যেকটি গ্রুপ থেকে দুটি করে দল পৌঁছে গিয়েছে শেষ ষোলোয়। গ্রুপ এ-এর দুটি দল খেলবে গ্রুপ বি-এর দুটি দলের বিরুদ্ধে। একইভাবে গ্রুপ সি-এর সঙ্গে খেলা হবে গ্রুপ ডি-এর দলগুলির। গ্রুপ ই-এর বিরুদ্ধে খেলবে গ্রুপ এফ-এর দুই দল এবং গ্রুপ জি-এর দুটি দলের বিরুদ্ধে খেলতে চলেছে গ্রুপ এইচ-এর দুটি দল। প্রত্যেক গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। অর্থাৎ গ্রুপ এ-এর এক নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ বি-এর দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ বি-এর শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ এ-এর দু'নম্বর দল। প্রি-কোয়ার্টারে গ্রুপ এ-এর শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, দ্বিতীয় স্থানে সেনেগাল। গ্রুপ বি-এর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও আমেরিকা। গ্রুপ এর প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে আর্জেন্টিনা ও পোল্যান্ড। গ্রুপ ডি-এর শীর্ষে রয়েছে ফ্রান্স ও দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। জ্ঞ্রুপ এ-এর প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে শেষ ষোলোয় পৌঁছেছে মরক্কো ও ক্রোয়েশিয়া। গ্রুপ জি থেকে ব্রাজিল ও সুইৎজারল্যান্ড পৌঁছেছে প্রি-কোয়ার্টার ফাইনালে। গ্রুপ এইচ-এর প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। তবে বিশ্বকাপের মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কি থাকছে? এই ঐতিহাসিক ম্যাচের বাস্তবায়নের জন্য কোন অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হবে?

শুরুতেই সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে অপ্রত্যাশিত হারের সম্মুখীন হলেও, পরবর্তী ক্ষেত্রে মেক্সিকো ও পোল্যান্ডকে পরপর হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে শুরু থেকেই দূরন্ত ফর্মে ব্রাজিল। প্রথম ম্যাচেই সার্বিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়। তারপর সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জয়। গ্রুপের শেষ ম্যাচে ক্যামারুনের বিরুদ্ধে হারতে হলেও গোল পার্থক্যের কারণে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ব্রাজিল।

Latest Videos

প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে গ্রুপ এইচ-এর দু'নম্বর দল দক্ষিণ কোরিয়া। শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ গ্রুপ ডি-এর দ্বিতীয় স্থানে থাকা দল অস্ট্রেলিয়া।

প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে পারলে আর্জেন্টিনার মুখোমুখি হবে গ্রুপ এ-এর বিজেতা দল নেদারল্যান্ডস অথবা গ্রুপ বি-এর রানার্স আপ আমেরিকা। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ এ-এর বিজেতা দল জাপান অথবা গ্রুপ এফ-এর রানার্স আপ ক্রোয়েশিয়া।

কোয়ার্টার ফাইনাল পার করতে পারলে সেমি ফাইনালে ব্রাজিলকে নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনাত মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে হবে। একইভাবে সেমি ফাইনালে পৌঁছতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে জাপান, ক্রোয়েশিয়া, ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে কোনও একটি দল।

অতএব ২০২২ সালের বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই। পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেও ফাইনালে পৌঁছতে সেমি ফাইনালেই একে অপরের মুখোমুখি হতে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে।

 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed