রাজার মুকুটে আরও একটি পালক, নিজের শেষ বিশ্বকাপে ব্রাজিলীয় কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙলেন মেসি

Published : Dec 19, 2022, 08:00 PM IST
Messi pele

সংক্ষিপ্ত

পাখির চোখ ছিল বিশ্বকাপ জয়। লক্ষ্যভেদও করলেন। পাশাপাশি আরও একবার সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল উঠল মেসির হাতেই। শুধু তাই নয় শেষ ম্যাচে ব্রাজিলীয় কিংবদন্তি পেলের রেকর্ডও ভাঙলেন মেসি।

রাজার মতোই মাঠ মতোই বিশ্বকাপের সফর শেষ করলেন মেসি। ৩৬ বছরের ব্যর্থতাকে অতীত করে অবশেষে বিশ্বজয়। শুরু থেকেই পাখির চোখ ছিল বিশ্বকাপ। লক্ষ্যভেদও করলেন 'অর্জুন'। ৩৬ বছর পর আর্জেন্টিনার স্বপ্ন পূরণের সাক্ষী থাকল গোটা বিশ্ব। ১৯৮৬ সালের পর ২০২২ সালে ফের ট্রফি হাতে নিল আর্জেন্টিনা। নিজের শেষ বিশ্বকাপের শেষটা রাজার মতোই করল স্বপ্নের নায়ক মেসি। এই বিশ্বকাপই শেষ। ২০২৬-এর বিশ্বকাপে আর খেলবেন না মেসি। জানিয়েছিলেন সেমিফাইনালের পরেই। শেষ বিশ্বকাপে পাখির চোখ ছিল বিশ্বকাপ জয়। লক্ষ্যভেদও করলেন। পাশাপাশি আরও একবার সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল উঠল মেসির হাতেই। শুধু তাই নয় শেষ ম্যাচে ব্রাজিলীয় কিংবদন্তি পেলের রেকর্ডও ভাঙলেন মেসি।

১৮ ডিসেম্বর ২০২২-এর আগে বিশ্বকাপে ২০টি গোলের অবদান ছিল মেসির। এর মধ্যে ১১টি নিজের গোল এবং ৯টি সহযোগী। অন্যদিকে পেলের বিশ্বকাপে গোলের অবদান ২০টি। ১২টি নিজের গোল ১৮ তারিখের ম্যাচের পর মেসির বিশ্বকাপে গোল সংখ্যা দাঁড়াল ২১, ১৩টি নিজের গোল এবং ৮টি সতীর্থদের দিয়ে করানো। শুধু তাই নয় সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোল করানোর রেকর্ডও গড়লেন মেসি। এই বিশ্বকাপে ফের একবার সেরা ফুটবলার ফিসেবে গোল্ডেন বলের সম্মানও উঠল মেসির হাতেই। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন মেসি। ২০২২ সালে ফের এই সম্মান পাওয়ায় দু'টি গোল্ডেন বল প্রাপ্ত বিশ্বের প্রথম ফুটবলারের সিরোপা উঠল মেসির মাথায়। এইবারের বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে। আর্জেন্টিনার সামনে তরুণ ফুটবলার এমবাপের লড়াই মুগ্ধ করেছে গোটা বিশ্বকে।

দেশের হয়ে কাপ জেতার এটাই শেষ সুযোগ ছিল মেসির কাছে। গত ৩৬ বছরের ইতিহাসে একের পর এক ব্যর্থতার দেখেছিল আর্জেন্টিনা। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে পরাজয়। ২০১৪ সালে ফাইনালে উঠেও জার্মানির কাছে হার। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মেসি। প্রথম ম্যাচে নেমে গোলও করেছিলেন তিনি। তাঁরপর ২০১০ সালে ফের বিশ্বকাপের মঞ্চে নামেন মেসি। খেলেছিলেন প্রধান ফুটবলার হিসেবেই। তখন আর্জেন্টিনার দায়িত্বে দিয়েগো মারাদোনা। তাঁরপর মোট পাঁচটি বিশ্বকাপে মোট ২৫টি ম্যাচ খেলেছেন মেসি। মোট গোলসংখ্যা ১১। ষষ্ঠবারের লড়াইয়ে অবশেষে সেইসব পরাজয়ের যন্ত্রণা ভুলে জয়ের হাসি হাসল আর্জেন্টিনা।

আরও পড়ুন- 

আমরা ফিরব, বিশ্বকাপ ফাইনালে মেসিদের কাছে হারের পর বার্তা কিলিয়ান এমবাপের

বিশ্বকাপ ঘিরে চরমে উন্মাদনা, ফাইনাল ম্যাচে রেকর্ড সংখ্যক ভিউয়ার্স জিও সিনেমায়

দিয়েগো এখন হাসছে, প্রথমবার বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে অভিনন্দন পেলের

PREV
click me!

Recommended Stories

Messi in Hyderabad: নেই কোনও হুড়োহুড়ি! কলকাতা পারল না, মেসিকে নিয়ে সেরা ইভেন্ট করে দেখাল হায়দ্রাবাদ
লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের