ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর বুধবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিশ্রাম দেওয়া হয় ফুটবলারদের। কিন্তু এই দিনও দীর্ঘক্ষণ ফিজ়িয়োথেরাপিস্টের সঙ্গে কাটান লিওনেল মেসি
অপেক্ষার আর মাত্র একদিন। রবিবারই ফ্রান্সের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামতে চলেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের গ্লানি মুছে কাপ জয়ের সুযোগ পেয়েছেন মেসিরা। ১৮ তারিখ লুসেল স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ লড়াই। তাঁর আগে জোড় কদমে প্রস্তুতি চলছে দুই শিবিরেই। কিন্তু কাতার বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের অনুশীলনে দেখা গেল না আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসিকে। অধিনায়ককে ছাড়াই ম্যাচের প্রস্তুতি শুরু করলেন স্কালোনি। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে কি সুস্থ নন মেসি? ফাইনালের আগে কি ফের কোনও বিপত্তি আর্জেন্টিনা শিবিরে? যদিও এদিন প্রস্তুতিতে ছিলেন না ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে খেলা অধিকাংশ ফুটবলারই। অন্যদিকে সেমিফাইনালের ম্যাচ শেষে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয় ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল মেসিকে। পরপর দু'টি ঘটনা ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে সমর্থকদের মধ্যে।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর বুধবার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিশ্রাম দেওয়া হয় ফুটবলারদের। কিন্তু এই দিনও দীর্ঘক্ষণ ফিজ়িয়োথেরাপিস্টের সঙ্গে কাটান লিওনেল মেসি। তারপর বৃহস্পতিবারের অনুশীলনেও দেখা যায়নি মেসিকে। এই ঘটনার পর থেকেই উদ্বেগ বাড়তে থাকে দর্শকদের মধ্যে। তবে কি ফাইনালে খেলতে পারবেন না মেসি? আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্টের তরফে যদিও জানানো হয়েছে সুস্থ আছেন মেসি। তবে অন্দরমহলের খবর, হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় মেসিকে অনুশীলনে নামতে বারণ করেছেন চিকিৎসকরা। চোট খুব গুরুতর না হলেও অনুশীলন করতে গিয়ে ফের আঘাত লাগলে সমস্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে পরাজয়ের পর থেকেই নিজেকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরিয়ে নিয়েছিল মেসি। হয়ত অবসরের কথাই ভেবেছিলেন তিনি। কিন্তু এককালের সতীর্থ ও আর্জেন্টিনার বর্তমান কোচ স্কালোনির চেষ্টার জোড়েই ফের নীল-সাদা জার্সিতে ফিরলেন লিও। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফের মেসি ম্যাজিক দেখল ফুটবল বিশ্ব। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে পরাজয়ের পর আর্জেন্টিনার কোচ হল লিওনেল স্কালোনি। সেই সময়ই মেসিকে ফিরিয়ে আনতে সচেষ্ট হন তিনি। 'লিও, আমি স্কালোনি। তোমার সঙ্গে কথা বলতে চাই।' এই হোয়াটসঅ্যাপ মেসেজই বদলে দিয়েছিল মেসির মন। স্কালোনি মেসির ঘনিষ্ঠতা বরাবরই। ২০০৫ সালে আর্জেন্টিনার আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের সময় থেকেই সেই দলে একসঙ্গে ছিলেন স্কালোনি ও মেসি। তারপর কোচ হিসেবে মেসিকে ফেরাতে চান স্কালোনি। নিজের পরিকল্পনার কথা বলেন, আর্জেন্টিনার মেসিকে প্রয়োজন। স্কালোনির কথা ফেলতে পারেননি লিও। নতুন স্বপ্ন নিয়ে ফের মাঠে ফেরেন এলএম১০। লক্ষ্য ছিল কোপা আমেরিকা ও বিশ্বকাপ। একটি পূরণ হয়েছে আর একটি পূরণ হতে বাকি মাত্র একটা ধাপ। ফাইনালে মেসির জন্য প্রাণ দিয়ে খেলতে প্রস্তুত তাঁর দল। নিজেদের জন্য নয় মেসির জন্য। দেশের হয়ে মেসির শেষ ৯০ মিনিটে নিজেদের সব কিছু দিয়ে দেবেন আর্জেন্টিনার কোচ ফুটবলাররা। কারণ এই বিশ্বকাপ মেসির।
আরও পড়ুন -
বিশ্বকাপ সেমি ফাইনালের রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের মরক্কোর
বিশ্বকাপে ভরাডুবি, বিতর্কের জেরে পর্তুগালের কোচের পদ ছাড়লেন ফেরান্দো স্যান্টোস