বিশ্বকাপে ভরাডুবি, বিতর্কের জেরে পর্তুগালের কোচের পদ ছাড়লেন ফেরান্দো স্যান্টোস

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই পর্তুগালের কোচের পদ থেকে সরে গেলেন ফেরান্দো স্যান্টোস। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করার কথা জানালেন।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্কের জেরে পর্তুগালের জাতীয় দলের কোচের পদ থেকে ফেরান্দো স্যান্টোসের সরে যাওয়া অবশ্যম্ভাবী ছিল। বৃহস্পতিবার সেই ঘোষণা করল পর্তুগালের ফুটবল ফেডারেশন। ৮ বছর পর্তুগালের কোচের পদে থাকার পর সরে যেতে হল ফেরান্দোকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারের ৫ দিন পরেই সরে যেতে হল ফেরান্দোকে। ৬৮ বছর বয়সি এই কোচের সঙ্গে পর্তুগালের ফুটবল ফেডারেশনের আরও ২ বছরের চুক্তি ছিল। কিন্তু তার আগেই সেই চুক্তি শেষ করতে বাধ্য হলেন ফেরান্দো। এখনই তাঁর পরিবর্ত হিসেবে কারও নাম ঘোষণা করেনি পর্তুগালের ফুটবল ফেডারেশন। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের নতুন কোচ খোঁজার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মার্চের আগে পর্তুগালের কোনও ম্যাচ নেই। সেই কারণে পর্তুগালের ফুটবল ফেডারেশনের হাতে কিছুটা সময় আছে। সেই কারণে তাড়াহুড়ো করতে চাইছে না পর্তুগালের ফুটবল ফেডারেশন।

ফেরান্দোর কোচিংয়ে ২০১৬ সালে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। সেই প্রথম কোনও আন্তর্জাতিক ট্রফি জেতে পর্তুগাল। তারপর ২০১৯ সালে প্রথম উয়েফা নেশনস লিগ জেতে পর্তুগাল। কিন্তু এবারের বিশ্বকাপে ব্য়র্থতার জেরে সরে যেতে হল ফেরান্দোকে। প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে রাখা হয়নি রোনাল্ডোকে। এই ঘটনা নিয়ে সারা বিশ্বে আলোচনা শুরু হয়। রোনাল্ডোর অনুরাগীরা তো বটেই, তাঁর বান্ধবী, বোনও ফেরান্দোকে আক্রমণ করেন। পর্তুগাল এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ফেরান্দোকে আক্রমণ করেন প্রাক্তন তারকা লুই ফিগোও। তিনি বলেন, এবারের বিশ্বকাপে পর্তুগালের ব্যর্থতার জন্য ফেরান্দোই দায়ী। এরপর আর ফেরান্দোর পক্ষে পর্তুগালের কোচের পদে থাকা সম্ভব ছিল না। তিনি শেষপর্যন্ত সরে গেলেন।

Latest Videos

এটাই রোনাল্ডোর শেষ বিশ্বকাপ ছিল। কিন্তু তাঁর শেষ বিশ্বকাপটা ভাল গেল না। ঘানার বিরুদ্ধে পেনাল্টিতে গোল করা ছাড়া আর গোল পাননি রোনাল্ডো। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে রোনাল্ডোকে তুলে নেওয়া হয়। তখন থেকেই সমস্যার শুরু হয়। এরপর আর প্রথম একাদশে সুযোগ পাননি রোনাল্ডো। প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে নামানো হয় তাঁকে। তবে ২ ম্যাচেই গোল পাননি রোনাল্ডো। তাঁকে প্রথম একাদশে না রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। সেই বিতর্কের জেরেই সরে যেতে হল ফেরান্দোকে।

আরও পড়ুন-

মেসির বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ করতে দেব না, হুঁশিয়ারি অলিভিয়ের জিরুর

ফিট হয়ে উঠেছেন, বিশ্বকাপ ফাইনালের আগে ফ্রান্স দলে ফিরতে পারেন করিম বেঞ্জেমা

লড়াই করেও হার মরক্কোর, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সামনে ফ্রান্স

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari