দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের খেলতে নামার কিছুক্ষণ আগেই একটি টুইট করেন পেলে। হাসপাতাল থেকেই ফুটবলারদের প্রেরণা জোগাতে বিশেষ বার্তাও দিলেন ফুটবল-সম্রাট।
সোমবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নামে ব্রাজিল। চলতি বিশ্বকাপে প্রথম থেকেই ভালো ফর্মে ব্রাজিল। গ্রুপ পর্বে ক্যামারুনের বিরুদ্ধে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই দর্শকদের অসাধারণ ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। এবার গ্রুপ পর্ব পেরিয়ে ফাইনালে যাওয়ার প্রথম ধাপ পেরোল ব্রাজিল। প্রিয় দলের জন্য প্রার্থনা করছেন গোটা বিশ্বের সমর্থকরা। শুধু তাই নয় প্রার্থনা করছেন রোগ শয্যায় শায়িত কিংবদন্তি ফুটবলার পেলেও। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের খেলতে নামার কিছুক্ষণ আগেই একটি টুইট করেন পেলে। হাসপাতাল থেকেই ফুটবলারদের প্রেরণা জোগাতে বিশেষ বার্তাও দিলেন ফুটবল-সম্রাট।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের খেলতে নামার আগেই একটি টুইট করেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপের একটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে সতীর্থদের সঙ্গে রাস্তায় হাঁটছেন পেলে। ছবিটি টুইট করে পেলে লিখেছেন,'১৯৫৮ সালে রাস্তায় হাঁটার সময় আমি ভাবছিলাম বাবাকে দেওয়া কথা আমি কী ভাবে রাখব? আমি জানি, তোমরাও নিজেদের বাবাকে দেওয়া কথা রাখতে চাও। কথা রেখ। আমি হাসপাতা শুয়েই তোমাদের জন্য গলা ফাটাব। শুভেচ্ছা রইল।'
এর আগেও হাসপাতাল থেকেই ভক্তদের বার্তা দিয়েছিলেন পেলে। ৪ ডিসেম্বর সকালে পেলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়,'প্রিয় বন্ধুরা। আমি চাই সবাই শান্ত থাকুন। ইতিবাচক থাকুন। আমি যথেষ্ট শক্ত এবং দৃঢ়ভাবে চিকিৎসকদের কথা মেনে চলছি।' পাশাপাশি তিনি গোটা মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানিয়ে লেখেন,'আমি আমার চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানাব, তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সেবার জন্য।' এখানেই শেষ নয় গোটা বিশ্ববাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন,'আমার ঈশ্বরের উপর এবং আপনাদের ভালোবাসার উপর পূর্ণ আস্থা আছে। বিশ্বে বিভিন্ন কোণ থেকে আসা অগাধ ভালোবাসা আমাকে রোজ আরও শক্তিশালি করে তোলে। এবং অবশ্যই বিশ্বকাপে ব্রাজিলের খেলা আমাকে রোজ শক্তিশালি করে তুলছে।'
আরও পড়ুন -
'রাতের পর রাত কেঁদেছি', প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের পর আবেগঘন নেইমার
শেষ আটে মুখোমুখি ব্রাজিল ও ক্রোয়েশিয়া, কবে কোথায় হবে এই খেলা? জানুন