আর্জেন্টিনাকে কেন সমর্থন করেন ভারতীয়রা? ব্যাঙ্কের পাশবই-এ উত্তর খুঁজে পেলেন নেটিজেনরা

Published : Dec 16, 2022, 08:33 PM IST
SBI ATM Franchise, SBI ATM Franchise Apply, SBI ATM Franchise Earning, SBI ATM Franchise How To Apply

সংক্ষিপ্ত

কাপ জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে মেসিরা। কিন্তু কেন এত ভারতীয় আর্জেন্টিনাকে সমর্থন করে? ইতিমধ্যেই নেটিজেনরা খুঁজে বার করেছে সেই কারণ।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর ফের একবার কাপ জয়ের সুযোগ মেসিদের সামনে। ৩৬ বছরের পরাজয়ের গ্লানি মুছে জয়ের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় গোটা আর্জেন্টিনা। মেসির হাতে কাপ দেখতে মরিয়া সারা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা। ফুটবল ঘিরে উন্মাদনা ভারতেও কম নয়। বিশ্বকাপকে কেন্দ্র করে কার্যত দুই রঙে ভাগ হয়ে গিয়েছিল গোটা দেশ, হলুদ-সবুজ ও নীল-সাদা। কোয়ার্টার ফাইনালেই টুর্ণামেন্ট থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল। কিন্তু কাপ জয়ের আশা এখনও বাঁচিয়ে রেখেছে মেসিরা। কিন্তু কেন এত ভারতীয় আর্জেন্টিনাকে সমর্থন করে? ইতিমধ্যেই নেটিজেনরা খুঁজে বার করেছে সেই কারণ।

আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরই আচমকা ভাইরাল হতে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশবই-এর ছবি। কিন্তু কেন? এসবিআই-এর পাশবই-এর রং নীল-সাদা। কাকতালীয়ভাবে আর্জেন্টিনার জার্সির রংও নীল-সাদা। এরপর নেটমাধ্যম জুড়ে ভাইরাল হতে শুরু করে এই ছবি। নেটিজেনদের একাংশ বলে এই কারনেই ভারতীয়রা আর্জেন্টিনাকে সমর্থন করেন।

১৮ ডিসেম্বরই দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিও মেসি। ২০২৬-এর বিশ্বকাপে আর দেখা যাবে না মেসির বাঁ পায়ের জাদু। চলতি বিশ্বকাপেই মেসির বয়স ৩৫। পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ৩৯ কোটায় মেসি। এই বয়সে এসে বিপক্ষের কড়া মার্কিংয়ের চাপ নেওয়া সত্যিই কঠিন হয়ে যায়। তাই বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই বিষয় জানিয়েছিলেন মেসি। মঙ্গলবার রাতে সেমি ফাইনালে আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া ক্রোয়েশিয়া। ৩-০ গোলে সহজ জয় পেল আর্জেন্টিনা। ৩৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করেন মেসি। এরপর ৩৯ মিনিটের মাথায় নিজেদের অর্ধ থেকে বল টেনে নিয়ে বিপক্ষের একাধিক ডিফেন্ডার ও গোলকিপারকে টপকে অসাধারণ গোল করেন জুলিয়ান আলভারেজ। এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল করলেন আলভারেজ। তিনিই ৬৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান। প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও তিনি নিজে গোল করেছেন, সতীর্থ অ্যালভারেজকে দিয়ে গোল করিয়েছেন। জয়ের লক্ষ্যে আর মাত্র একটা ধাপ বাকি। শেষ বিশ্বকাপে কি দেশকে কাপ এনে দিতে পারবে মেসি?

আরও পড়ুন - 

শেষ পর্যায় ফুটবলের মহাযুদ্ধ, বিশ্বকাপ শেষে কী ভবিষ্যৎ হতে চলেছে কাতারের বিলাশবহুল হোটেল ও স্টেডিয়ামগুলির?

বৃহস্পতিবারের অনুশীলনেও অনুপস্থিত মেসি, হ্যামস্ট্রিংয়ে চোটই কি কারণ? বাড়ছে জল্পনা

বিশ্বকাপ সেমি ফাইনালের রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের মরক্কোর

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি