Luis Rubiales: 'প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ…', নির্বাসিত লুই রুবিয়ালেস

Published : Oct 30, 2023, 06:28 PM ISTUpdated : Oct 30, 2023, 07:16 PM IST
Luis-rubiales-to-resign-after-World-Cup-kissing-scandal

সংক্ষিপ্ত

ভারত-সহ অনেক দেশেই প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ। কিন্তু ফিফাও যে প্রকাশ্যে চুম্বনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা এতদিন ভাবা যায়নি। তবে এবার সেটা হল।

দেশ প্রথমবার মহিলা ফুটবলে বিশ্বসেরা হয়েছে। আবেগ-উত্তেজনা ধরে রাখতে পারেননি স্পেনের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস। তিনি পুরস্কার বিতরণের সময়ই চুম্বন করে বসেন স্পেনের বিশ্বজয়ী দলের ফুটবলার জেনি হারমোসোকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় তীব্র বিতর্ক। বিভিন্ন মহল থেকে রুবিয়ালেসের পদত্যাগের দাবি জানানো হয়। যদিও প্রথমে পদত্যাগ করতে রাজি হননি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। তবে গত মাসে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে ফিফার আচরণবিধি সংক্রান্ত ধারার ১৩ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগেই এবার রুবিয়ালেসকে ৩ বছরের জন্য ফুটবল থেকে নির্বাসিত করল ফিফা। এই সময়ের মধ্যে ফুটবল সংক্রান্ত কোনও কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না রুবিয়ালেস।

চুম্বনে খোয়াতে হল পদ

এবারের মহিলা বিশ্বকাপ ফুটবল হয় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। এই দুই দেশে সাধারণভাবে প্রকাশ্যে চুম্বন আইনত ও সামাজিকভাবে অপরাধ নয়। কিন্তু ফিফা এই চুম্বনের ঘটনাকে ভালোভাবে নেয়নি। ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০ আগস্ট, ২০২৩ তারিখে ফিফা মহিলা বিশ্বকাপ ফাইনালে যে ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে লুইস রুবিয়ালেসকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য নির্বাসিত করা হয়েছিল। আজ তাঁকে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ফিফা শৃঙ্খলা সংক্রান্ত বিধির অনুচ্ছেদ ১৩ লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণেই স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিকে ৩ বছরের জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যকলাপ থেকে ৩ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে।’

১০ দিন পাচ্ছেন রুবিয়ালেস

ফিফার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, রুবিয়ালেস চাইলে ১০ দিনের মধ্যে নির্বাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে পারেন। তিনি যদি এই আবেদন জানান, তাহলে ফিফা ফের এ বিষয়ে ভাবনাচিন্তা করতে পারে। তবে ১০ দিনের মধ্যে যদি রুবিয়ালেস আবেদন না জানান, তাহলে ফিফা শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তই বহাল থাকবে।

রুবিয়ালেসের বিরুদ্ধে স্পেনের আদালতে মামলা

হারমোসোকে চুম্বনের ঘটনায় শুধু পদ খোয়ানোই নয়, আইনি সমস্যাতেও পড়তে চলেছেন রুবিয়ালেস। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে স্পেনের হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে। আইনত দোষী প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন রুবিয়ালেস। ফলে তিনি সবদিক থেকেই প্রচণ্ড চাপে।

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ligue 1: ফ্রান্সের ঘরোয়া লিগে ম্যাচ শুরুর আগেই লিঁয়র টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত কোচ

Cristiano Ronaldo-Salman Khan: সৌদি আরবে পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সলমন খান, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?