Ligue 1: ফ্রান্সের ঘরোয়া লিগে ম্যাচ শুরুর আগেই লিঁয়র টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত কোচ

Published : Oct 30, 2023, 05:15 PM ISTUpdated : Oct 30, 2023, 06:05 PM IST
Marseille Attack

সংক্ষিপ্ত

বিশ্বের বিভিন্ন দেশে ফুটবল ম্যাচ ঘিরে অশান্তি, মারপিট দেখা যায়। ফ্রান্সও ব্যতিক্রম নয়। ঘরোয়া লিগের ম্যাচ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল ফ্রান্স।

ফ্রান্সের ঘরোয়া ফুটবল লিগের ম্যাচ খেলতে মার্সেইয়ের স্তাদ ভেলোড্রোমে যাওয়ার পথে আক্রান্ত লিঁয়র কোচ ফ্যাবিও গ্রোসো। মার্সেই সমর্থকরা লিঁয়র টিম বাসে পাথর, পেট্রোল বোমা জাতীয় বস্তু ছোড়েন। তার ফলে লিঁয়র টিম বাসের কাচের জানলা ভেঙে যায়। এতেই আহত হন লিঁয়র কোচ। সোশ্যাল মিডিয়ায় তাঁর রক্তাক্ত মুখের ছবি ভাইরাল। এই ঘটনার ভিডিও ভাইরাল। অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার পথে টিম বাসে হামলার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ও আতঙ্কিত লিঁয় ম্যানেজমেন্ট ও সমর্থকরা। লিগ ওয়ান কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই ঘটনায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি লিঁয়র

টিম বাসে হামলার পরিপ্রেক্ষিতে লিঁয়র পক্ষ থেকে জানানো হয়েছে, যদি মার্সেই সমর্থকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এরকম ঘটনা আরও দেখা যেতে পারে। মার্সেইয়ের স্তাদ ভেলোড্রোমের কাছে লিঁয়র টিম বাসে হামলায় গ্রোসো ছাড়াও আহত হয়েছেন সহকারী কোচ রাফালে লঙ্গো। এই হামলার পর ম্যাচ স্থগিত হয়ে যায়। লিঁয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনাকে গুরুত্ব দিয়ে বিচার করতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে।

 

 

সমর্থকদের আচরণে বিপাকে মার্সেই

লিঁয়র টিম বাসে কেন হামলা চালানো হল, সেটা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, লিঁয়র টিম বাসের জন্য অপেক্ষা করছিলেন একদল মার্সেই সমর্থক। বাসটি আসতেই তাঁরা পাথর, আগুনের গোলা ছুড়তে শুরু করেন। মার্সেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে ক্লাবের কোনও যোগ নেই। কিন্তু সেটা মানতে নারাজ লিঁয়। অ্যাওয়ে ম্যাচ খেলতে আর দল পাঠানো হবে কি না, সেটা নিয়ে ভবিষ্যতে চিন্তা করা হবে বলে জানিয়েছে লিঁয় ম্যানেজমেন্ট। এই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণের জন্য জরুরি বৈঠক করা হয়েছে। তবে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ফরাসি ফুটবলের নিয়ামক সংস্থা এলএফপি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। পরবর্তীকালে যদি মার্সেইয়ের ঘরের মাঠে খেলতে যায় লিঁয়, তাহলে যাতে কোচ, ফুটবলারদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

 

 

আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

আরও পড়ুন-

English Premier League: ইউনাইটেডকে ৩-০ উড়িয়ে ফের ছন্দে ম্যাঞ্চেস্টার সিটি

Cristiano Ronaldo-Salman Khan: সৌদি আরবে পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সলমন খান, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?