
কাতারকে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব দেওয়া ভুল হয়েছে। এমনই মন্তব্য করলেন ২০১৪ সালে বিশ্বকাপজয়ী জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। তিনি ফিফার তীব্র সমালোচনা করেছেন। একটি সংবাদমাধ্যমে এই প্রাক্তন ফুটবলার লিখেছেন, 'কাতারে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। কাতারে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কাতারে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। মহিলাদের এখনও পুরুষদের সমান অধিকার নেই। কাতারে সংবাদমাধ্যম এবং বাক্ স্বাধীনতার উপরেও বিধিনিষেধ রয়েছে। বিদেশ থেকে আসা শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়ে ফিফা ফুটবলের ক্ষতি করেছে। পশ্চিমী দুনিয়ার একটি সংস্থা হিসেবে নিজের ভাবমূর্তিরও ক্ষতি করেছে ফিফা। কাতারে ফুটবল আদৌ জনপ্রিয় খেলা নয়। সেদেশে মেয়েদের খেলার কোনও সুযোগই নেই। আমি কাতারে বিশ্বকাপ দেখতে যাব না। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত দেশ নয় কাতার। বিশ্বকাপের মতো প্রতিযোগিতা যেভাবে হওয়া উচিত, সেটা কোনওভাবেই কাতারে সম্ভব নয়।'
লামের মতোই কাতারে বিশ্বকাপ আয়োজনের তীব্র সমালোচনা করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুই ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন ও ব্রুনো ফার্নান্ডেজ। তাঁদের মতে, কাতারকে যেভাবে বিশ্বকাপের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা ঠিক নয়। ক্লাব ফুটবল মরসুমের মাঝপথে বিশ্বকাপ আয়োজন এবং কাতারে বিদেশি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনেরও তীব্র সমালোচনা করেছেন এই দুই ফুটবলার। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো বলেছেন, 'আমরা এই সময় বিশ্বকাপ খেলার জন্য তৈরি না। বিশ্বকাপ আয়োজন ঘিরে কী হচ্ছে, গত কয়েক সপ্তাহে কী হয়েছে, গত কয়েক মাসে কী হয়েছে, সবই আমরা জানি। স্টেডিয়াম তৈরি করতে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আমরা খুশি না। ফুটবল সবার জন্য হওয়া উচিত। দর্শকদের জন্য বিশ্বকাপ আনন্দের সময়। আমরা চাই সারা বিশ্বের মানুষ বিশ্বকাপ নিয়ে আনন্দে মেতে উঠুন। বিশ্বকাপ সারা বিশ্বের মানুষের জন্য। তাই সবাই যাতে ভালভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থা করা উচিত।'
এরিকসেন বলেছেন, 'আমি ব্রুনোর সঙ্গে একমত। বিশ্বকাপ কেন কাতারে হচ্ছে এবং কীভাবে হচ্ছে, সেটা সবাই দেখতে পাচ্ছে। সবাই বুঝতে পারছে, কাতারে উপযুক্ত পদ্ধতি মেনে বিশ্বকাপ হচ্ছে না। আমরা ফুটবল খেলি। কিন্তু রাজনীতির সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা নিজেদের বক্তব্য জানাই, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় অন্য জায়গায়। সেখানেই এই ব্যবস্থার বদল দরকার।'
আরও পড়ুন-
সমকামিতা নিয়ে বিতর্কিত মন্তব্য কাতারের বিশ্বকাপ দূতের, মাঝপথে বন্ধ সাংবাদিক বৈঠক
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বিস্ফোরক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের