কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের, বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা তিনি

কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের। আইএসএল ডার্বিতে মেতে ছিল ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান সমর্থকরা।

Share this Video

কলকাতা ডার্বি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের। আইএসএল ডার্বিতে মেতে ছিল ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান সমর্থকরা। ২-০ গোলে জেতে এটিকে মোহনবাগান। যুবভারতীর রঙ তখন সবুজ মেরুন। আনন্দের মধ্যেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল যুবভারতী। খেলার উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন জয়শঙ্কর সাহা। ঐ সময় ইস্টবেঙ্গল গ্যালারিতে বসেছিলেন তিনি। বাগুইআটির দেশবন্ধু নগরের বাসিন্দা তিনি। পুলিশ সল্টলেকের আমরি হাসপাতালে নিয়ে যায় জয়শঙ্করকে। সেখানেই ৩৮ বছর বয়সী জয়শঙ্করের মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া। দুদলের সমর্থকরা এই মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে। 

Related Video