বাংলার মতোই কেরালার মানুষও ফুটবলের ভক্ত। এবারের বিশ্বকাপ ঘিরেও উন্মাদনা দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যে।
রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। একসঙ্গে বসে খেলা দেখতে চান ফুটবলপ্রেমীরা। সেই কারণে একটি আস্ত বাড়িই কিনে ফেললেন কেরালার ১৭ জন ফুটবলপ্রেমী। বাড়িটির দাম পড়েছে ২৩ লক্ষ টাকা। সবাই মিলে সেই টাকা জোগাড় করেছেন ১৭ জন ফুটবলপ্রেমী। কেরালায় ফুটবলের উন্মাদনা এমনই। কোচি জেলায় মুন্ডাক্কামুগল গ্রামের এই ফুটবলপ্রেমীদের নিয়ে এখন সবাই আলোচনা করছেন। তাঁদের ফুটবলপ্রেম সবারই নজর কেড়ে নিয়েছে। মুন্ডাক্কামুগল একটি ছোট গ্রাম। সেই গ্রামে বিশ্বকাপ দেখার জন্য এত টাকা দিয়ে বাড়ি কেনার ঘটনা অভিনব। যাঁরা বাড়িটি কিনেছেন, তাঁরা রবিবার থেকেই নতুন বাসস্থানে বসে বিশ্বকাপের ম্যাচগুলি দেখবেন। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর তাঁরা বাড়িটি নিয়ে কী করবেন, তা এখনও জানা যায়নি। ১৭ জন মিলে একটি বাড়িতেই থাকবেন না বিক্রি করে দেবেন, সেটি এখনও স্পষ্ট নয়। আপাতত তাঁরা শুধু বিশ্বকাপ নিয়েই ভাবছেন। ১৮ ডিসেম্বর ফাইনাল শেষ হওয়ার পর তাঁরা পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন।
যে ১৭ জন ফুটবলপ্রেমী বিশ্বকাপ দেখার জন্য় বাড়ি কিনেছেন, তাঁদেরই একজন শিফির পি এ। তিনি জানিয়েছেন, 'আমরা এবারের বিশ্বকাপের আগে বিশেষ কিছু করার পরিকল্পনা করেছিলাম। আমরা ১৭ জন মিলে বাড়িটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিই। যাঁর বাড়ি ছিল তিনি আগেই বাড়ি বিক্রি করার কথা জানিয়েছিলেন। সেই কারণে আমরা সবাই মিলে বাড়িটি কিনে নিলাম। বাড়িটি কেনার পর আমরা সেটিকে বিশ্বকাপে যোগ দেওয়া দলগুলির পতাকা দিয়ে সাজিয়েছি। আমরা সবাই মিলে এই বাড়িতে একসঙ্গে বসে খেলা দেখব। খেলা দেখার জন্য একটি বড় স্ক্রিনের টেলিভিশন কেনারও ব্যবস্থা করেছি।'
শিফির আরও জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে খেলা দেখি। গত ১৫-২০ বছর ধরেই আমরা সবাই একসঙ্গে বসে ফুটবল বিশ্বকাপ দেখছি। এবার একসঙ্গে বিশ্বকাপ দেখার জন্য বাড়ি কিনলাম। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মও এভাবে একসঙ্গে থেকে বিশ্বকাপ ফুটবল দেখুক। সবাই একসঙ্গে থাকুক, এটাই আমরা চাই। আমরা যে বাড়ি কিনেছি, সেখানে শুধু এই ১৭ জনই না, আরও অনেকে এসে খেলা দেখতে পারবেন। সবাই মিলে একসঙ্গে বসে খেলা দেখব আমরা। সবাইকে আমাদের বাড়িতে স্বাগত জানাচ্ছি।’
ভারতীয় দল কবে বিশ্বকাপের মূলপর্বে খেলবে কারও জানা নেই, কিন্তু এদেশের মানুষের ফুটবলপ্রেম অসাধারণ। অন্য দেশকে সমর্থন করার জন্য ভারতের মানুষ যেভাবে এগিয়ে আসেন, তার তুলনা মেলা ভার।
আরও পড়ুন-
বিশ্বকাপের প্রথম ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ইকুয়েডরকে ৬০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ
দলের কথা ভেবেই জায়গা ছেড়ে দিতে হচ্ছে, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে মন খারাপ করিম বেঞ্জেমার
আজ থেকে শুরু ফুটবল বিশ্বকাপ ২০২২, ইছাপুরে মেসির মূর্তি বসালেন আর্জেন্টিনা ভক্ত চা বিক্রেতা