রাগত মেসিকে দেখে মারাদোনার কথা মনে পড়ে যাচ্ছে, জানালেন পাবলো জাবালেতা

মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে এবারের বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচেও জ্বলে উঠবেন লিওনেল মেসি, আশায় আর্জেন্টিনার সমর্থকরা।

Web Desk - ANB | Published : Dec 13, 2022 12:45 PM IST

প্রায় দেড় দশক ধরে আন্তর্জাতিক ফুটবল খেলছেন লিওনেল মেসি। তিনি বরাবরই শান্ত, ভদ্র হিসেবে পরিচিত। তাঁকে নিয়ে বিতর্কের কথা শোনা যায় না। খুব কম সময়ই তাঁকে রেগে যেতে দেখা যায়। সেই বিরল ঘটনা দেখা গিয়েছে এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মেসির রাগত মূর্তি দেখা যায়। ম্যাচ শেষ হওয়ার পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি রেফারিকে সরিয়ে দেওয়ার দাবিও জানান। মেসির এই আচরণ দেখে প্রয়াত প্রাক্তন অধিনায়ক ও কোচ দিয়েগো মারাদোনার কথা মনে পড়ে যাচ্ছে বলে জানিয়েছেন পাবলো জাবালেতা। মেসির এই প্রাক্তন সতীর্থ বলেছেন, 'মেসি রেগে গেলে আমাদের সবারই সেটা দেখতে ভাল লাগে। ওকে এরকম অবস্থায় দেখে আমার দিয়েগো মারাদানোর কথা মনে পড়ে যায়। মারাদোনার মতোই চরিত্রের মনে হয় মেসিকে। ও যখন বিশ্বকাপ জিততে চাইছে, তখন এরকম আচরণ মোটেই খারাপ নয়।'

জাবালেতা আরও বলেছেন, 'নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তো বটেই, ম্যাচ শেষ হওয়ার পরেও মেসির প্রতিক্রিয়া আমার ভাল লেগেছে। ও যেভাবে গোল এবং দলের জয়ের পরে উচ্ছ্বাস প্রকাশ করেছে, লুই ভ্যান গালের কথার জবাব যেভাবে দিয়েছে, সেটা খুবই ভাল। আর্জেন্টিনা যেভাবে ফুটবল খেলে, তাতে আবেগ খুব গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হচ্ছে, এবারের বিশ্বকাপে দল সবচেয়ে বেশি আবেগ দিয়ে খেলছে। এর আগে কোনওদিন এতটা আবেগ দেখা যায়নি। আমাদের ফাইনালে ওঠার পথে আর মাত্র ১ ধাপ বাকি। আমরা আবেগ দিয়ে খেলেই এতদূর এসেছি। মাঠেও দলের সবার মধ্যে আবেগ দেখা যাচ্ছে। সবাই মেসির জন্য লড়াই করছে, ওকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। আমি ওর সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে জানি, ও মনে করে, ওর খেলার মান সবসময় উঁচুতে থাকা দরকার। ও দলের বাকিদের কাছে আদর্শ হয়ে উঠতে চায়। আমি জানি, এবারের বিশ্বকাপের সব ম্যাচই ও উপভোগ করছে। কারণ, ও জানে দলের সবাই ওর পাশে আছে। অন্যান্যবারের প্রতিযোগিতার সঙ্গে পার্থক্য হল, এটাই মেসির শেষ বিশ্বকাপ। এবারই ওর কাছে বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। সেই কারণেই আমাদের দলের সবাই মেসির জন্য বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে উঠেছে। সেটা আমাদের দলের পারফরম্যান্স দেখেই বোঝা যাচ্ছে।'

Latest Videos

আরও পড়ুন-

লাতিন আমেরিকার পতাকা মেসিদের হাতে, বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করার লড়াই

নির্বাসিত করতে পারে ফিফা! মেসির সেমি ফাইনাল খেলা নিয়ে হঠাৎই ধোঁয়াশা

আর্জেন্টিনাই বেশি চাপে থাকবে, সেমি ফাইনালের আগে বলছেন ক্রোয়েশিয়ার কোচ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul