
লাতিন আমেরিকার পতাকা মেসিদের হাতে, বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করার লড়াই আর্জেন্টিনার
২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি লাতিন আমেরিকার কোনও দল। ২০১৪ ছাড়া এর মধ্য বাকি সব বিশ্বকাপেই ফাইনালে খেলেছে ইউরোপের দুটি দল। ১৬ বছর ধরে বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করার ভার লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের উপর।
২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে পারেনি লাতিন আমেরিকার কোনও দল। ২০১৪ ছাড়া এর মধ্য বাকি সব বিশ্বকাপেই ফাইনালে খেলেছে ইউরোপের দুটি দল। ১৬ বছর ধরে বিশ্বকাপে ইউরোপের আধিপত্য খর্ব করার ভার লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়াদের উপর। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর লাতিন আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে। লাতিনদের জাত্যাভিমানে আঘাত করছে ইউরোপ। জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছেন মেসিরা।