অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সময় নেই, ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ

প্রি-কোয়ার্টার ফাইনালে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির চিন্তা ফুটবলারদের বিশ্রামের অভাব।

Web Desk - ANB | Published : Dec 2, 2022 7:47 PM IST

বুধবার রাতে গ্রুপ লিগে পোল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। তারপর শনিবার প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে লিওনেল মেসিদের। এই সূচি নিয়ে ক্ষুব্ধ আর্জেন্টিনার কোচ লিওমেল স্কালোনি। তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। স্কালোনি বলেছেন, 'বুধবার আমাদের ম্যাচ ছিল রাত ১০টা থেকে (কাতারের সময় অনুযায়ী)। আমাদের দলের সবাই ঘুমোত যাই ভোর ৪টের সময়। তারপর ৪৮ ঘণ্টার মধ্যে আবার ম্যাচ খেলতে হলে ফুটবলারদের শরীরের উপর দিয়ে ধকল যাবেই। আমরা গ্রুপের সেরা দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করেছি। নক-আউটে আমাদের প্রতিপক্ষ যারা, সেই অস্ট্রেলিয়া ওদের গ্রুপে দ্বিতীয় হয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করেছে। ওদের ম্যাচ ছিল বুধবার সন্ধে ৬টার সময়। কিন্তু আমাদের ম্যাচ তার ৪ ঘণ্টা পরে দেওয়া হয়। এতে আমাদের সমস্যা হবে। বিশ্বকাপ কতটা কঠিন, সেটা আমরা জানি। এটা ফুটবল খেলা। এই খেলা অত সহজ নয়।'

আর্জেন্টিনার কোচ আরও বলেছেন, 'জার্মানি ও বেলজিয়াম বিশ্বকাপের গ্রুপ থেকেই ছিটকে গেল। কী হয়েছে সেটা সবাই দেখেছে। কিন্তু এতে আমি অন্তত অবাক হইনি। সবাই বলেন, বড় দলগুলির পরের রাউন্ডে যাওয়া উচিত। কিন্তু সেটা সবসময় হয় না।'

পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে নেওয়া হয়েছিল। তিনি কি আবার চোট পেয়েছেন? এই প্রশ্নের জবাবে পুরোপুরি আশ্বস্ত করতে পারেননি স্কালোনি। তিনি জানিয়েছেন, 'ডি মারিয়ার কোনও সমস্যা নেই। আশা করি ও সুস্থই আছে। আশা করি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ওর কোনও সমস্যা হবে না। তবে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। ম্যাচের আগে ওর অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।'

স্কালোনি আরও বলেছেন, 'আপনারা যদি আমাদের ম্যাচ দেখে থাকেন তাহলে বুঝবেন, আমি সবসময় একই প্রথম একাদশ রাখি না। আমি প্রতিটি ম্যাচের আগে বিপক্ষ দল, পরিস্থিতি বিচার করে প্রথম একাদশ ঠিক করি। খুব কম ম্যাচেই আমি প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছি। আমার দলের সবাই জানে তাদের ঠিক কী করতে হবে। আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। একান্ত প্রয়োজন না হলে একই দল খেলাব না।'

সূচি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেও, স্কালোনি ভালভাবেই জানেন এখন প্রতিবাদ করেও কোনও লাভ হবে না। সেই কারণে তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দল যাতে ভালভাবেই ম্যাচ জিততে পারে, সেভাবেই দলকে তৈরি করছেন তিনি।

আরও পড়ুন-

ঘানাকে হারিয়েও শেষরক্ষা হল না, বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় উরুগুয়ের

জাপানের পর দক্ষিণ কোরিয়া, বিশ্বকাপের নক-আউটে পৌঁছে গেল এশিয়ার আরও একটি দল

গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের লড়াইয়ে, এশিয়ার ফুটবলের মান বাড়াল জাপান

Read more Articles on
Share this article
click me!