কাতারে চলতি বিশ্বকাপে পরপর ২ ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি তিনি।
শনিবার বিশ্বকাপে গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে হঠাৎই রটে যায়, সম্পূর্ণ ফিট নন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রাণভোমরার গোড়ালিতে চোট রয়েছে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগেই জানিয়েছিলেন, মেসি প্রথম একাদশেই থাকবেন। সেই অনুযায়ী মেসে খেলেন এবং একটি অসাধারণ গোল করে দলকে জেতান। এই ম্যাচের পর চোট থাকার কথা অস্বীকার করেছেন মেসি। তিনি জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছেন বলে যে খবর রটেছে, সেটা ঠিক নয়। তাঁর কোনও চোট নেই। তিনি ১০০ শতাংশ ফিট। মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের আগে তিনি দলের সবার সঙ্গে অনুশীলন করেননি বলে খবর প্রচারিত হয়েছিল, সেটাও অস্বীকার করেছেন মেসি। তিনি জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের পর দলের সবার সঙ্গেই অনুশীলন করেছেন। মেসি নিজে চোট নেই বলে জানিয়ে দেওয়ায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা সমর্থকরা স্বস্তিতে। তাঁদের আশা, পোল্যান্ডের বিরুদ্ধেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দলকে জিতিয়ে নক-আউটে নিয়ে যাবেন মেসি।
আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমকে মেসি জানিয়েছেন, 'আমি জানি না আমার চোট নিয়ে কেন এত কথা হচ্ছে। অনেকে বলছে আমার গোড়ালিতে চোট আছে। কিন্তু সত্যি কথা বলছি, আমার গোড়ালিতে চোট নেই। আমার শরাীরের কোনও অংশেই চোট নেই। গত এক সপ্তাহে নতুন করে আমার কোনও চোট লাগেনি। আমি সম্পূর্ণ সুস্থ। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচের শেষদিকে আমার গোড়ালি ঘুরে যায়। কিন্তু তারপর আমি স্বাভাবিকভাবেই অনুশীলন করেছি। আমি কোনওদিনই একা অনুশীলন করিনি। দলের সবার সঙ্গেই অনুশীলন করেছি।'
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে মেসি বলেছেন, 'আমাদের উপর থেকে বোঝা নেমে গেল। আমরা খুব চাপে ছিলাম। কিন্তু মেক্সিকোকে হারানোর পর মানসিক শান্তি ফিরে পেলাম। এবার নক-আউটে যাওয়ার ব্যাপারটা আবার আমাদের হাতে চলে এসেছে। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতে পারলেই আমরা নক-আউটের যোগ্যতা অর্জন করব।'
মেসি আরও বলেছেন, 'মেক্সিকোর বিরুদ্ধে প্রথমার্ধে আমাদের লড়াই যথেষ্ট কঠিন ছিল। পরিস্থিতি আমাদের পক্ষে কঠিন ছিল। আমাদের এই ম্যাচ জিততেই হত। কিন্তু আমরা প্রথমার্ধে জায়গাই পাচ্ছিলাম না। আমরা বল নিয়ে ইচ্ছেমতো যেতে পারছিলাম না। তবে দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি জায়গা পাই এবং স্বাভাবিক খেলা শুরু করি। আমরা বল নিয়ে মাঠের চারপাশে ছুটতে শুরু করি। তারপর গোল হতেই খেলা বদলে যায়। আমাদের এভাবেই খেলা উচিত। এই ম্যাচ জেতার পর আমরা এবার পোল্যান্ডের বিরুদ্ধে অন্যরকমভাবে খেলতে নামতে পারব।'
আরও পড়ুন-
অসংখ্য সুযোগ নষ্টের জের, কোস্টারিকার কাছে ০-১ গোলে হেরে নক-আউটে অনিশ্চিত জাপান
অবশেষে মেসি ম্যাজিকে মেক্সিকো-বধ, বিশ্বকাপে টিকে থাকল আর্জেন্টিনা
মেসি, এনজো ফার্নান্ডেজের অসাধারণ গোল, মেক্সিকোকে ২-০ হারিয়ে নক-আউটের দৌড়ে আর্জেন্টিনা