নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেতে আত্মবিশ্বাসী দল, জানালেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা।

Web Desk - ANB | Published : Dec 8, 2022 9:07 PM IST

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ জিতে সেমি ফাইনালে যাবে আর্জেন্টিনা, আত্মবিশ্বাসী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ম্যাচের আগে তিনি বলেছেন, 'আমরা এখানে বিশ্বকাপ খেলতে আসার আগে যদি জিজ্ঞাসা করতেন, আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছব কি না, তাহলে আমি নিশ্চিতভাবেই জবাব দিতাম, হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছব। আমাদের দল আশাবাদী হয়েই এখানে এসেছি। বিশ্বকাপে আর্জেন্টিনা কী করতে পারে, সেটা আমরা জানি। আমাদের দল খুব ভাল। আমাদের দলে ভাল খেলোয়াড় আছে। আমরা যাতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি, তার জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা জানি, নেদারল্যান্ডস দলে কয়েকজন অসাধারণ খেলোয়াড় আছে। খেলা কেমন হতে চলেছে, সে বিষয়ে আমাদের ধারণা আছে। কীভাবে এই ম্যাচ খেলব, সে ব্যাপারে আমাদেরও পরিকল্পনা রয়েছে। আমাদের সেই পরিকল্পনা কার্যকর করতে হবে। আমরা সেই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা করছি। আমাদের নিজেদের খেলা খেলতে হবে। আমরা কী করতে পারি, সেটা সবাই জানি। আমাদের অতিরিক্ত চাপ না নিয়ে স্বাভাবিক খেলা খেলতে হবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকমতো করতে পারি, তাহলে সব ঠিক থাকবে।'

কোয়ার্টার ফাইনালের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক অ্যালিস্টার বলেছেন, 'আমি সতীর্থদের সাহায্য করার চেষ্টা করছি। আমি মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা যেভাবে খেলছি, তাতে আমি খুবই খুশি। আশা করি আমরা এভাবেই খেলে যেতে পারব। আমাদের কোচ লিওনেল স্কালোনি আমাকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছেন। এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।'

গ্রুপের শেষ ম্যাচের পর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পাননি আর্জেন্টিনার ফুটবলাররা। যা নিয়ে ম্যাচের আগে ক্ষোভপ্রকাশ করেন স্কালোনি। এবার ম্যাক অ্যালিস্টারও বললেন, 'অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আমরা খুব কমই বিশ্রাম পেয়েছি। এই ম্যাচ আমাদের কাছে খুবই কঠিন ছিল। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা আমাদের প্রথমার্ধে জায়গা দিচ্ছিল না। তবে আমরা শেষপর্যন্ত ম্যাচ জিততে পেরেছি। আমাদের বিশ্রাম নেওয়া জরুরি ছিল। এখন আমরা পরের ম্যাচ নিয়েই ভাবছি। আশা করি আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারব এবং এই ম্যাচে জয় পাব। আমাদের দল বেশ শক্তিশালী। আমাদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। আশা করি আমরা যেভাবে খেলতে চাইছি ঠিক সেভাবেই খেলতে পারব।'

আরও পড়ুন-

কোয়ার্টার ফাইনালের আগেই ফের ইংল্যান্ডে দলে যোগ দিচ্ছেন রাহিম স্টার্লিং

নক-আউটে প্রথম গোল পেয়ে আত্মবিশ্বাসী মেসি, ডাচদের বিরুদ্ধে রেকর্ড বদলাতে মরিয়া আর্জেন্টিনা

টাইব্রেকারে নায়ক ইয়াসিন বোনো, স্পেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরক্কো

Read more Articles on
Share this article
click me!