শনিবার রাতে এবারের বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড লড়াই। তার আগেই ইংল্যান্ডের জন্য ভাল খবর। দলে যোগ দিচ্ছেন রাহিম স্টার্লিং।
শনিবার রাতে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচ। এবারের বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় ফ্রান্স ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্য বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকার এবং ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়ান র্যাবিয়ত জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। এর মধ্যেই ইংল্যান্ডের জন্য ভাল খবর। প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালের বিরুদ্ধে ম্যাচের আগে লন্ডনে ফিরে গিয়েছিলেন রাহিম স্টার্লিং। তাঁর বাড়িতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। বাড়িতে সন্তানরা আছে। তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এই ফুটবলার। সেই কারণে তিনি দলের সবার সঙ্গে কথা বলে বাড়ি ফিরে যান। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট জানান, তাঁরা সবাই স্টার্লিংয়ের পাশে আছেন। পরিবারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলেও জানান সাউথগেট। তবে বিশ্বকাপের মধ্যেই বাড়ি ফিরে গেলেও, ফের দলে যোগ দিচ্ছেন স্টার্লিং। বৃহস্পতিবার ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'কোয়ার্টার ফাইনালের আগে দলে যোগ দেবেন রাহিম স্টার্লিং।'
ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগে স্টার্লিংয়ের দলে যোগ দেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার কেলভিন ফিলিপস। তিনি বলেছেন, 'এটা আমাদের দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দেবে। রাহিম স্টার্লিং অসাধারণ খেলোয়াড়। ওকে বাড়ি ফিরে যেতে হয়েছিল। আশা করি ওর বাড়ির পরিস্থিতি সব ঠিক আছে। ও ফের আমাদের দলে যোগ দিতে পারে। পরের ম্যাচে ও খেলতেও পারে।'
ফিলিপস আরও বলেছেন, 'বাড়ি থেকে দূরে থাকলে কারও ভাল লাগে না। পরিবার থেকে দূরে থাকলে কারও ভাল লাগে না। কিন্তু আমাদের কিছু করার নেই। আশা করি রাহিম এখন ঠিক আছে। ও ফের দলে দিচ্ছে। এতে আমরা সবাই খুশি। আমি কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলার জন্য তৈরি। দলের প্রয়োজনে আমি ৯০ মিনিটই খেলতে তৈরি। মাঠে নিজের সেরাটা দেব আমি। দলের প্রয়োজনে আমি যত বেশি সময় সম্ভব খেলব। আমাকে যদি খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে দলের জন্য আমি সবকিছু করতে তৈরি। কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যানকে থামানোর কথা ভাবতে হবে আমাদের। ফ্রান্সের গোটা দলকেই থামানোর জন্য় আমাদের পরিকল্পনা করতে হবে। ওদের থামানোর জন্য আমি তৈরি। আমাদের দলের সবাই ভাল খেলছে। তবে আমি যদি সুযোগ পাই, তাহলে সেরাটাই দেব।'
আরও পড়ুন-
কোয়ার্টার ফাইনালে রক্ষণাত্মক হয়ে যাবে ইংল্যান্ড, মনে করেন এই ফরাসি মিডফিল্ডার
নক-আউটে প্রথম গোল পেয়ে আত্মবিশ্বাসী মেসি, ডাচদের বিরুদ্ধে রেকর্ড বদলাতে মরিয়া আর্জেন্টিনা
টাইব্রেকারে নায়ক ইয়াসিন বোনো, স্পেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরক্কো