প্রায় ৫০ বছর পর আমার রেকর্ড স্পর্শ করলে, তোমার কৃতিত্বে খুশি, নেইমারকে বার্তা পেলের

এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অসাধারণ নজির গড়লেন নেইমার। ব্রাজিলের হয়ে গোলের সংখ্যার নিরিখে এখন একই সারিতে পেলে ও নেইমার।

এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে হেরে যাওয়ার পর চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের তারকা নেইমার। তবে এরপর তিনি সবচেয়ে বড় সান্ত্বনা পেলেন নিজের দেশেরপ কিংবদন্তি পেলের কাছ থেকে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও, বিশ্বকাপে ব্রাজিলের সব ম্যাচের সময়ই টেলভিশনের পর্দায় চোখ রেখেছিলেন পেলে। এবারের বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ায় তিনিও দুঃখ পেয়েছেন। তবে ব্রাজিলের হয়ে তাঁর সর্বোধিক গোলের রেকর্ড নেইমার স্পর্শ করায় খুশি পেলে। তিনি নেইমারকে অভিনন্দন জানিয়েছেন। নেইমারের উদ্দেশ্যে এক বার্তায় পেলে বলেছেন, 'আমি তোমাকে বড় হয়ে উঠতে দেখেছি। আমি প্রতিদিন তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিলের হয়ে আমি যত গোল করেছি তুমি সেই সংখ্যায় পৌঁছে গেলে। এর জন্য তোমাকে অভিনন্দন জানাই। আমরা জানি, এটা শুধু সংখ্যা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। অ্যাথলিট হিসেবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য অন্যদের অনুপ্রাণিত করে যাওয়া। আজ আমাদের যে সতীর্থরা আছে, তাদের যেমন অনুপ্রাণিত করতে হবে, তেমনই পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করতে হবে। সবচেয়ে বড় কথা, যারা খেলা ভালবাসে, তাদের সবাইকে অনুপ্রেরণা দিতে হবে।'

পেলে আরও বলেছেন, 'দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন নয়। আমি প্রায় ৫০ বছর আগে এই রেকর্ড গড়েছিলাম। এতদিন পর্যন্ত কেউ আমার এই রেকর্ড স্পর্শ করতে পারেনি। তুমি এই জায়গায় পৌঁছে গেলে। এটাই দেখিয়ে দিচ্ছে তোমার কৃতিত্ব কতটা বেশি। আমাদের অনুপ্রাণিত করে যাও। তোমার প্রতিটি গোলের পর আমি আনন্দে শূন্যে ঘুঁষি ছুড়ব। আমি তোমাকে যখনই মাঠে খেলতে দেখেছি, সব ম্যাচেই তোমার জন্য গলা ফাটিয়েছি।'

Latest Videos

এবারের বিশ্বকাপে ২ গোল করেছেন নেইমার। প্রি-কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করার পর ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষদিকে অসাধারণ গোল করে পেলেকে স্পর্শ করেন নেইমার। কিন্তু এই গোলের পরেও ব্রাজিলকে জেতাতে পারলেন না নেইমার। তাঁকে টাইব্রেকারে শট নিতে দেখা যায়নি। পেনাল্টি বরবাবরই ভাল মারেন নেইমার। কিন্তু তাঁকে টাইব্রেকারে শট নিতে না দেওয়ার ফল ভুগতে হল ব্রাজিলকে। পরপর ২ বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল ব্রাজিল। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরাই বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে দুঃখিত। পেলেও নিজের দেশের হারে মর্মাহত।

আরও পড়ুন-

পেনাল্টি মিস হ্যারি কেনের, ইংল্যান্ডকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

চোখের জলে বিশ্বকাপ শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে সেমি ফাইনালে মরক্কো

পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমি ফাইনালে মরক্কো

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari