বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে জ্বলে উঠতে তৈরি মেসি, পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি ফ্রান্সের

রবিবার বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনা ও ফ্রান্স তৃতীয়বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে মাঠে নামবে। লিওনেল মেসির সঙ্গে কিলিয়ান এমবাপের লড়াই।

২০ নভেম্বর থেকে শুরু হয়েছিল যে মহাযজ্ঞ, তা শেষ হতে চলেছে রবিবার। যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। পরপর ২ বার বিশ্বকাপ ফাইনালে কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু, আঁতোয়া গ্রিজম্যান, হুগো লরিসরা। এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রবিবার মাঠে নামবেন এমবাপে, জিরুরা। আর্জেন্টিনা এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গিয়েছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এবার দেশকে তৃতীয় খেতাব এনে দেওয়াই লক্ষ্যে মেসিদের। আর্জেন্টিনা ও ফ্রান্স এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ২ দল। এই ২ দল অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। ফলে ফাইনালেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। সবারই আশা, বিশ্বকাপ ফাইনাল যেমন হওয়া উচিত, ঠিক তেমনই ম্যাচ হবে। ২০০২-এর পর আর লাতিন আমেরিকার কোনও দল বিশ্বকাপ জিততে পারেনি। এবার সেই খরা কাটানোর লক্ষ্যে মেসি। 

রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় শুরু বিশ্বকাপ ফাইনাল। কাতারের লুসেইল স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এই মাঠে এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচ খেলেছেন মেসিরা। তাঁরা সেই ম্যাচে জয়ও পেয়েছেন। ১ মাস ধরে কাতারে আছেন মেসি ও তাঁর সতীর্থরা। ফলে এই দেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে তাঁরা মানিয়ে নিয়েছেন। এর আগের ম্যাচগুলিতে যে পারফরম্যান্স দেখিয়েছেন, ফাইনালে তার চেয়ে ভাল খেলাই লক্ষ্য আর্জেন্টিনার ফুটবলারদের।

Latest Videos

মেসিদের বিশ্বকাপ জয়ের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে চান এমবাপে, জিরুরা। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে পরপর ২ বার বিশ্বকাপ জেতাই ফরাসিদের লক্ষ্য। এই ম্যাচে ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা শক্তিশালী আক্রমণভাগ। এমবাপে, জিরু দুর্দান্ত ফর্মে আছেন। সেই কারণেই করিম বেঞ্জেমাকে দলে ফেরানোর কথা ভাবেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। যে ফুটবলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে বিশ্বকাপের ফাইনালে তুলে এনেছেন, তাঁদের নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ঝাঁপাতে চাইছেন ফরাসি কোচ। নিজে অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ফের চূড়ান্ত সাফল্যের লক্ষ্যে দেশঁ।

ফ্রান্সের সঙ্গে অতীত সাক্ষাৎকারের পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে। তবে বিশ্বকাপ ফাইনালে কোনও হিসেব-নিকেশই খাটে না। যে দল স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং গোলের সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জয় পাবে।

আরও পড়ুন-

আমি তৈরি, চলো আর্জেন্টিনা, বিশ্বকাপ ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার মেসির

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই খেলতে তৈরি মেসি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্রান্স

এবারের বিশ্বকাপে যোগ দেওয়া দলগুলিকে প্রাইজ মানি হিসেবে কত অর্থ দিচ্ছে ফিফা?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata