আমি তৈরি, চলো আর্জেন্টিনা, বিশ্বকাপ ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার মেসির

বিশ্বকাপ ফাইনালের আর ২৪ ঘণ্টা বাকি। ইতিমধ্যেই তেতে উঠেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি জানিয়ে দিলেন, মাঠে নামতে তৈরি।

৮ বছর আগে পারেননি। অতিরিক্ত সময়ে মারিও গোৎজের গোলে জার্মানির কাছে হেরে রানার্স হয়েই বিশ্বকাপে রানার্স হতে হয়েছিল। এবার চ্যাম্পিয়ন না হয়ে মাঠ ছাড়তে নারাজ আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগের দিন সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার ছাড়লেন আর্জেন্টিনার অধিনায়ক। তিনি লিখেছেন, 'আমি তৈরি, চলো আর্জেন্টিনা'। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই প্রায় ৬০ লক্ষ জন মেসির এই পোস্ট লাইক করেছেন। বিশ্বকাপ ফাইনালের জন্য় মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ৫৫ হাজার ৬০০ জনেরও বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী। আর্জেন্টিনার সমর্থকদের আশা, ২০১৪ সালের বিশ্বকাপে গোল না পেলেও, এবার নিজের গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলকে চ্যাম্পিয়ন করবেন মেসি। সেই আশাতেই রবিবার টিভির সামনে বসবেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা মেসির অনুরাগীরা। বিশ্বকাপে এটাই মেসির শেষ ম্যাচ। সবাই চাইছেন সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকুক। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। 

 

Latest Videos

 

খুব কম ফুটবলারই ২ বার বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন। মেসি সেই বিরল ফুটবলারদের অন্যতম। তিনি এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফুটবল খেলে দলকে ফাইনালে তুলেছেন। কাতারে ৫ গোল করেছেন মেসি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩ গোল। এবারের বিশ্বকাপের সর্বাধিক গোলদাতা হওয়ার দৌড়ে মেসির সঙ্গেই আছেন রবিবার তাঁর প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে। ২ তারকারই লক্ষ্য থাকবে গোল করে নিজের দলকে চ্যাম্পিয়ন করা। ক্লাব দল প্যারিস সাঁ জা-র সতীর্থকে টেক্কা দেওয়ার লক্ষ্যেই মাঠে নামবেন মেসি।

বিশ্বকাপ ফাইনাল নিয়ে সাংবাদিক বৈঠকে মেসি বলেছেন, ‘আমরা ৫টি ফাইনাল ম্যাচ জিতেছি। আশা করি রবিবারও ফাইনাল ম্যাচ জিততে পারব। আমরা এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরে গিয়েছি কিন্তু সেই হার আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করেছে।’

কাতারে নিজেদের প্রথম ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সেই ম্যাচ ২-১ গোলে জিতে নেয় সৌদি আরব। এই হারের ধাক্কা কাটিয়ে পরপর ৫ ম্য়াচ জিতে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবার আর খালি হাতে ফিরতে নারাজ মেসি।

১৯৮৬ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা। ১৯৯০ ও ২০১৪ সালে রানার্স হয়েছে লাতিন আমেরিকার দলটি। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার সুযোগ মেসিদের সামনে। তাঁরা সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ।

আরও পড়ুন-

হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই খেলতে তৈরি মেসি, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্রান্স

এবারের বিশ্বকাপে যোগ দেওয়া দলগুলিকে প্রাইজ মানি হিসেবে কত অর্থ দিচ্ছে ফিফা?

আর্জেন্টিনাকে কেন সমর্থন করেন ভারতীয়রা? ব্যাঙ্কের পাশবই-এ উত্তর খুঁজে পেলেন নেটিজেনরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন